রাতের বেলায় দাঁতের ব্যথা? পোকায় খাওয়া দাঁত?
পেটের পীড়া? গোপন অসুখ? গিড়ায় গিড়ায় বাত?
ফোঁড়া টাটায়? চলা-হাঁটায় হাড্ডিতে কটমট?
চিন্তা কিছু করতে গেলেই মাথায় লাগে জট?
মাথা ঘোরে? কিডনিও ফেইল? চোক্ষে দেখেন কম?
দিবারাত্রি বদনা নিয়ে দৌড়ানি হরদম?
কিছুই হজম হয় না বুঝি? ডায়বেটিসও আছে?
এলার্জি হয় মিষ্টি কুমড়া-বেগুন-চিংড়ি মাছে?
পাগল করা চুলকানি খুব বেকায়দা জায়গাতে?
ভুটুস ভাটুস পটকা ফোটে ঘুমের ঘোরে রাতে?
বুকটা জ্বলে? নাক বন্ধ? মাথাটা ঝিমঝিম?
ঘুমের মাঝে দুঃস্বপ্নের ঘোড়ায় পাড়ে ডিম?
কাটা ঘায়ে পাক ধরেছে? ব্যথাটা টনটনা?
হাঁড় ভেঙেছে? কোমরে পেইন? পিশাবে যন্ত্রনা?
সর্দি-কাশি-নিমুনিয়া-ইলেকটিরিক শক?
সর্বরোগের দাওয়াই জানে কোন সে চিকিৎসক?
গরু খোঁজার মতো আপনি খুঁজিতেছেন তাঁকে?
তিনিই দেবেন সব সমাধান এ ঘোর দুর্বিপাকে?
কোথায় তেনার দেখা পাবেন? কোনখানে চেম্বার?
ও দাদাভাই দিচ্ছি বলে নাম-ঠিকানা তার—
মধ্যরাতে টিভি চ্যানেল কার্যালয়ে গেলে
সর্বরোগের দাওয়াই জানা চিকিৎসককে মেলে!
তেনারা হন সর্বজ্ঞানী, সন্দেহাতীত সৎ!!
সব বিষয়ে দিতে পারেন বিশেষজ্ঞ-মত!
পরামর্শের খই ফুটিয়ে তোলেন মুখে ফেনা
talk-এর আমি talk-এর তুমি talk দিয়ে যায় চেনা...
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন