লকডাউন কেমন যাচ্ছে দেখতে বের হওয়ায় মিরপুর থেকে শতাধিক লোককে আটক করেছে পুলিশ। এদিকে এমন খবর প্রকাশের পর অন্য এক ভূয়া সূত্র থেকে জানা গেছে, আটকৃতদের দেখতে আরো হাজার খানেক মিরপুরবাসী বাসা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
eআরকির এক বিশেষ প্রতিনিধির কাছে এমন এক মিরপুরবাসী জানান, 'আমাদের গলি থেইকা ৩ জনকে নিছে। ওইখানে একজনকে আমি চিনি। ও পুলিশ ভ্যানে বইসা কী করে দেখার বড় স্বাদ জাগছে। একটু পরই বের হবো।'
পুলিশ ও আর্মির এমন কাজের ভূয়সী প্রশংসাও করেন কাজিপাড়ার একজন। বৃষ্টিতে ভিজে এভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ খেটে যাওয়া আর্মি, পুলিশের এই অবদান তুলে আনতে চান তিনি। তিনি বলেন, 'ক্যামেরা নিয়ে বের হবো। ভিডিও করবো। এরপর ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনিকেত প্রান্তরের ফ্লুয়েট ভার্সন লাগিয়ে দিয়ে ফেসবুক আপলোড করে তাদেরকে একটা ট্রিবিউট দিতে চাই। পাশাপাশি বের হওয়াদের ছবি তুলে ফেসবুকে আপলোড করে 'আমরা নিজেরাই নিজেদের ভালো চাই না' ক্যাপশনে আপলোড করতে হবে।'
কাজীপাড়া থেকে ১০ নাম্বারের দিকে রওনা দেয়া এক চাচা বলেন, 'গ্রেফতার হওয়া ওই বলদাগুলারে দেইখা আসা দরকার। এদের কি জ্ঞান-বুদ্ধি নাই? লকডাউন দেখার কী আছে?'
গ্রেফতারকৃতদের দেখে একটু ভর্ৎসনা জানিয়ে ১০ নাম্বার ওভারব্রিজ থেকে নিচে পানের পিক পালানোর ইচ্ছার কথাও জানান উনি। এই কাজ করতে না পারার জন্য আজকে সকাল থেকে পান খেয়ে একদমই আরাম পাচ্ছেন না এই চাচা।
'লকডাউন কেমন দেখলেন?' গ্রেফতারকৃতদের একজনকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'পুলিশ ভ্যান থেকে ভালোভাবে দেখা যায় না। ছাড়া পাইলে আবার আসবো।'