ধান চাষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ময়মনসিংহের কৃষক আবেদ আলী

১২০ পঠিত ... ১৮:১০, অক্টোবর ২৪, ২০২৪

6

আওয়ামীলীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশের কৃষক সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ধান চাষীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ময়মনসিংহের ফুলবাড়ি বাজারে আজ সকালে কৃষক আবেদ আলী প্রকাশ্যে ধান চাষ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। জনসম্মুখে তিনি বলেন, বহু বছর ধরে ধান চাষ করছি, ধান কাটা নিয়ে কোনো টেনশনই ছিল না। গত কয়েক বছর ধরে ছাত্রলীগ নেতারা আমাদের ধান কেটে দিতেন। আমরা নিশ্চিন্তে ঘুমাতাম। সংগঠনটা নিষিদ্ধ হয়ে গেছে, এখন আমাদের ধান কে কেটে দেবে? নিজের বক্তব্য শেষে কিছুক্ষণ হুহু করে কাঁদেন আবেদ আলি। 

এ পরিস্থিতি শুধু ময়মনসিংহেই নয়, সারাদেশের কৃষকদের মনেও গভীর উৎকণ্ঠা তৈরি করেছে। eআরকির মাঠ প্রতিনিধিরা কৃষকদের সাথে কথা বললে তারা জানান, এতদিন ছাত্রলীগের ভাইয়েরা ধান কাটতে সাহায্য করত। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হলে তারা চাইলেও আর আমাদের ধান কেটে দিতে পারবে না। এতদিন ধরে আমাদের ধান কাটা নিয়ে কোনো চিন্তাই ছিল না। এই সময়ে তাহলে আমরা কীভাবে টিকে থাকব?

শুধু কৃষকরাই নয়, গার্মেন্টস কর্মীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা জানান, চাঁদাবাজির সুযোগ হারানোর পর ছাত্রলীগ নেতারা পেটের দায়ে যদি গার্মেন্ট কারখানায় যোগ দেয়, তাহলে আমাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হবে।

তবে কৃষকদেরকে দুশ্চিন্তা না করার আহবান জানিয়েছেন ছাত্রলীগ। অজ্ঞাত স্থান থেকে ছাত্রলীগের পলাতক সভাপতি সাদ্দাম হোসেন এক ভিডিও বার্তায় কাস্তে হাতে বলেন, নিষিদ্ধ হলেও আপনাদের টেনশন নাই। আমাদের দল না থাকতে পারে, কাটাকাটি আমরা করবই। আমরা সবসময় কৃষকদের পাশে আছি। কাঁচা হোক কিংবা পাকা–ধান কাটা চলবে। 

অন্যদিকে ওয়ার্কাস পার্টির নেতারা বলছেন ধান চাষ নিয়ে যেন কোনো কৃষক দুশ্চিন্তা না করেন। আমরা আজীবন কাস্তের লোক। ছাত্রলীগ নেই তো কী হয়েছে। গতকাল রাত থেকেই আমরা আমাদের কাস্তেকে শান দেওয়া শুরু করেছি।



১২০ পঠিত ... ১৮:১০, অক্টোবর ২৪, ২০২৪

Top