এবার তো বুঝলেন, দেশে মানুষ কেন পদ ছাড়তে চায় না? একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে বেনজির আহমেদ

৫০২ পঠিত ... ১৭:২৮, মে ২৫, ২০২৪

23 (12)

সাবেক আইজিপি তিনি। ক্যারিয়ারের পুরো সময় ব্যয় করেছেন দেশের সেবা করে। দেশপ্রেমে উজ্জীবিত এই পুলিশ কর্মকর্তা একসময় সাবেক হয়েছেন। দেশপ্রেম থেকে টাকা পয়সা কামিয়েছেন। পরিশ্রম আর অধ্যবসায়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। একজন আইজিপির মাসিক বেতন মাত্র ৮২ হাজার টাকা হলেও পরিশ্রম, অধ্যবসায় আর দেশপ্রেমের অনন্য নিদর্শন বেনজিরের কোনোদিনই এই বেতনের দিকে তাকাতে হয়নি। বেতনের চেয়েও হাজার হাজার গুণ বেশি সম্পদের অধিকারি তিনি।

অথচ সাবেক হওয়ার কিছুদিন পরই যেন বেনজিরের জীবনে নেমে আসলো এক ভয়ংকর থাবা। দুর্নীতির অভিযোগ এনে বেনজিরের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। জীবনে এমন কঠিন সময়ে এসে বেনজিরের আহমেদ জানালেন, কেন এদেশের মানুষ পদ ছাড়তে চায় না।

ব্যাখ্যা করতে গিয়ে নিজের ফেক আইডি থেকে বেনজির বলেন, আজ যদি আমার একটা পদ থাকত, তাহলে তো আমার সাথে এমন অন্যায় হতো না। পদের ক্ষমতা খাটিয়ে দামাচাপা দিয়ে দিতে পারতাম। আমার কথা বাদ দেন, আজিজ ভাইয়ের কথাই ধরুন। ক্ষমতা ছাড়ার পর ওনার জীবনটাও যেন কেমন হয়ে গেছে। ডাক্তার মুরাদের কথাও মনে পড়ে। একসময় প্রতিমন্ত্রী ছিলেন, আর পদ যাওয়ার পরও ওনার জীবনে সমস্যা নেমে আসে। এজন্যই দেখবেন এই দেশের মানুষ একবার কোন পদে থাকলে সেটি আর ছাড়তে চায় না।

এসবের পাশাপাশি সরকারের বর্তমান অনেক কর্মকর্তাকে সাবধানও করেন এই কর্মকর্তা। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, কীসের এত অহংকার তোমাদের? আজ তুমি পদে আছ। দেশের জন্য পরিশ্রম করে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছ। কাল যখন তুমি পদে থাকবে না, তখন তুমি আবার রাস্তার ফকির হবা। এজন্যই তো কবি বলেছিল, পদ থাকিলে বাদশারে তুই, পদ হারালেই ফকির।

যেভাবেই হোক পদ আঁকরে ধরে পরে থাকার আহবান জানিয়ে বেনজির বলেন, এই দেশ, এই সরকারের জন্য তো আমি কম করি নাই। আর আজ দেখেন, পদ যেতেই তারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারাও খেয়াল রাইখেন। এমন কিছু কইরেন না, যাতে পরে আমার মত এমন বিপদে পড়েন। যারা দুর্নীতি করে টাকা আয় করছেন, সরকারকে সুবিধা দিচ্ছেন, দেশের স্বার্থে কাজ করছেন, সাবধান হোন। পদ যাওয়ার পর আপনার জীবনেও অন্ধকার নেমে আসতে পারে।

৫০২ পঠিত ... ১৭:২৮, মে ২৫, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top