ব্যাটারিচালিত রিকশায় সিটবেল্টের দাবি যাত্রীদের

১০৬ পঠিত ... ১৭:২৬, জুলাই ০৩, ২০২৪

13 (15)

বর্তমান সময়ে জেলা উপজেলা কিংবা প্রত্যন্ত উপজেলায় যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে জনপ্রিয় বাহন হিসেবে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশাগুলো। গতির দিক থেকে দ্রুতই ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার লেগুনাকে পেছনে ফেলবে বলেও মনে করছেন অনেক বিশ্লেষকরা।  

তবে এই গতিময় রিকশায় বসতে যাত্রীদের কিছুটা সমস্যা হয়। সেই সমস্যা সমাধানের জন্য অটোরিকশা যাত্রী কল্যাণ সমিতি থেকে অটোরিকশায় সিটবেল্টের ব্যবস্থা রাখার দাবি তোলে। 

নিজেদের দাবির পক্ষে সমিতির এক যাত্রী বলেন, সময়ের সাথে সাথে মানুষের চাহিদা যেমন বেড়েছে, তেমনি করে বেড়েছে এর দুরন্ত গতি। চালকদের গতি যেকোনো এফ ওয়ান রেসের গাড়ির গতির সাথে সহজেই তুলনা করা যেতে পারে। ফলে সিটবেল্ট ছাড়া আসলে আরাম করে বসা যায় না। এছাড়াও উড়ে গিয়ে যেকোনো সময় পাইলটের পিঠে পড়ার সম্ভাবনাও থেকে যায়।

সামনে বসে অটো চালকদের বিমান কিংবা স্পোর্টস কার চালানোর স্বত্ত্বা ভর করে বলে অনেকেই বেশ সময় নিয়ে দোয়া দরুদ পড়তে পড়তে অটোয় উঠেন। কেউ কেউ তো সামনের হাতলকে এমন শক্ত করে ধরে রাখেন যেন হাতল নয় ২৪ ক্যারেটের সোনার বার, একটু হাত ফস্কে গেলেই লাখ টাকার সম্পদ হারিয়ে যাবে।

এছাড়া এই রিকশায় স্পিডব্রেকার পার হতে গিয়ে প্রায়ই আকাশে উঠে যেতে হয়, এরপর রিকশায় ফিরে আসলে ছাপা ব্যাথার যন্ত্রণায় বাঁচা যায় না।  

এমন নানান দিক বিবেচনা করে অটো রিকশার যাত্রীরা সিটবেল্টের দাবি তুলেছেন।

১০৬ পঠিত ... ১৭:২৬, জুলাই ০৩, ২০২৪

Top