পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্য প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত ২০ মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বশেষ ১ জুলাই থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
এদিকে ভিন্ন এক অবিশ্বস্ত খবরে জানা গেছে, শিক্ষকদের এই আন্দোলন থামাতে আলোর গতিতে ছুটে আসছে স্যার মোহাম্মদ জাফর ইকবাল। হাতে রয়েছে তার সেই বিশ্ববিখ্যাত শরবত। এই খবরে আতঙ্কে আছেন আন্দোলনরত শিক্ষকগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জানান,'রাতে স্বপ্ন দেখলাম জাফর ইকবাল স্যারকে। এরপর থেকেই মন-শরীর কোনোটাই ভালো লাগছে না। ভয়ে আছি। এখন আবার শুনতেছি উনি নাকি দেবদূতের মতো শরবত হাতে হাজির হচ্ছেন! এই শরবত একবার খেয়ে ফেললে তো আর কিছু করার থাকবে না।
এদিকে এক কাল্পনিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজস্ব আবাসে ফোন বন্ধ করে চোখে কালো কাপড় এবং কানে ইয়ারপ্লাগ লাগিয়ে কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে জানতে চাইলে জাবির এক শিক্ষক বলেন, মুজাই হতে ১০০ হাত দূরে থাকার জন্য এই প্রচেষ্টা। দয়া করে বিস্তারিত জানতে চেয়ে বিরক্ত করবেন না...
তবে এ ব্যাপারে সাস্টের ভিসি ফরিদউদ্দিন বলেন, ‘জাফর স্যারের সাথে কোলাবোরেশান করার অভ্যাস আমার আছে৷ তার পারফরম্যান্স খুবই ভালো। এর আগে ওনাকে আমি শিক্ষার্থীদের আন্দোলন থামাইতে কাজে লাগাইছিলাম, ওনার শরবতের এত পাওয়ার যে একবার খেয়ে ফেললে আর কিছু করার থাকবে না। তাই উনি আসার আগেই আমাদের যা করার করতে হবে...’