রোনালদোকে পর্তুগালের মেহজাবিন বলে ডাকছে টিমমেটরা

১৪৮ পঠিত ... ১৬:৫০, জুলাই ০২, ২০২৪

22

 

কান্নার জন্য এককালে খ্যাত ছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী শাবানা, পরবর্তীতে তার যোগ্য উত্তরসূরী হিসেবে এই স্থান নিয়েছেন বাংলা নাটকের অভিনেত্রী মেহজাবিন। তবে ফাঁকা মাঠে মেহজাবিনের গোল দেওয়ার দিন বোধহয় এবার শেষ হলো। গতকাল স্লোভেনিয়ার সাথে ম্যাচে পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। এই কান্না দেখে অনেকে একে মেহজাবিনের থেকেও আর্টিস্টিক কান্না হিসেবে আখ্যায়িত করেছেন। তবে রোনালদোর  টিমমেটরা বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করছেন, কেউ কেউ রোনালদোকে পর্তুগালের মেহজাবিন বলেও ডাকতে শুরু করেছেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে পর্তুগালের এককালের লেজেন্ডারি প্লেয়ার পেপে ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি পেঁপে খাওয়ায় ব্যস্ত আছেন বলে আমাদের ফোন কেটে দেন।  

বিষয়টিকে তারা কীভাবে দেখছেন সেটি জানতে বিষয়টি নিয়ে আমাদের কথা হয়েছে বেশকিছু মেসিভক্তের সাথে। ‘আগে কাপ পেয়ে দেখাও’ নামের সংগঠনের এক সদস্য আমাদের বলেন, দেখলেন তো কী কারণে আমরা পেনাল্ডো ভক্ত না, পেনাল্টি না পেয়ে এসব কান্নাকাটিতে আমরা নাই। পেনাল্টি একটা না হলে টাকা দিয়ে আরেকটা কেনার মতো টাকা আমাদের আছে।  তবে ‘পায়েশখোর সমিতি’ নামের আরেকটি সংগঠন মানবিক দিক বিবেচনা করে হলেও আরেকটা পেনাল্টি সুযোগ রোনালদোকে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন ফিফা যদি মানবিক দিক বিবেচনা করে কোনো প্লেয়ারকে কাপ দিয়ে দিতে পারে তবে একটা পেনাল্টি দেওয়া খারাপ কিছু নয়।

১৪৮ পঠিত ... ১৬:৫০, জুলাই ০২, ২০২৪

Top