হুট করে বাংলাদেশে বেড়ে গিয়েছে কানাডিয়ান ফুটবল টিমের ফ্যান

১১৯ পঠিত ... ১৭:১২, জুলাই ০৭, ২০২৪

15

এতদিন ধরে বাংলাদেশে কানাডিয়ান ভিসার ব্যাপক ফ্যান থাকলেও এইবার কোপায় হুট করে বেড়ে গিয়েছে কানাডিয়ান ফুটবল টিমের ফ্যান। এক ভুয়া গবেষণায় দেখা গিয়েছে, কোপার আসন্ন সেমিফাইনালে কানাডার স্থানীয় সমর্থক থেকে তাদের বাংলাদেশি সমর্থক বেশি। তেমন ভালো দল না হওয়া সত্ত্বেও হুট করে তাদের এত ফ্যান কীভাবে বেড়ে গেল, বিষয়টি জানতে অনুসন্ধানে নেমেছিল আমাদের eআরকি টিম।

সদ্য কানাডার ফ্যান হয়েছেন এমন একজনের সাক্ষাৎকার নিতে গেলে তিনি দ্রুত হলুদ রঙের একটা টি-শার্ট লুকাতে লুকাতে আমাদের বলেন, আমি জন্ম থেকেই কানাডা টিমের ভক্ত। এমন না যে আর্জেন্টিনার সাথে খেলা হবে দেখে আমি সিজনাল কানাডিয়ান ফ্যান, আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু ভাইবেন না।

তবে পুরো বিষয়টিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বাংলার মাফিয়া মেসি ফ্যান সমাজ। তারা বলছেন মেসির মাফিয়াগিরি অনেকের চোখের বিষ দেখেই এত এত সিজনাল কানাডিয়ান ফ্যান জন্মেছে আজ এই দেশে। এক আর্জেন্টাইন ভক্ত বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বলেন, ফুটবল পায়ের খেলা কবের থেকে, ফুটবল হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধি খাটিয়ে যদি হাত কিংবা পেনাল্টির সাহায্যে জয়লাভ করা যায় সেটা তো দোষের কিছু না। ব্রাজিল ভক্তদের বলে দেন, তারা কোনোদিনই আমাদের লেভেলে আসতে পারবে না। আমরা ৩৬ বছর ধরে গর্তে থাকা ফ্যান।

  

১১৯ পঠিত ... ১৭:১২, জুলাই ০৭, ২০২৪

Top