ফুটবলে ১০০ ভাগ কোটা চায় ব্রাজিল

১৩৩ পঠিত ... ১৭:৫০, জুলাই ০৮, ২০২৪

10

বিশ্বকাপ জেতার জন্য এবার ফুটবলেও শতভাগ কোটা চায় ব্রাজিল সমর্থকরা। সামনের কোপা ও বিশ্বকাপ থেকেই এই কোটার দাবি তোলে দেশটি।

দীর্ঘদিন শিরোপা বঞ্চিত থাকা দলটি সামনের দিনগুলোর জন্য সেফটি হিসেবে এই নিয়ম চান।

ব্রাজিলের এক সমর্থক নিজের ফেক আইডি থেকে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেওয়ার জন্যই কোটার ব্যবস্থা। হতে পারে আমাদের ৫টা স্টার আছে। কিন্তু কত বছর ধরে কাপ জিতি না তাও তো বুঝতে হবে। একটা কাপ তো আমাদের দরকার। সেজন্য আমরা কোটা সিস্টেম চাই।

একটা কোটা পেলে নাতি-নাতনিদের নিয়ে আর কোনো চিন্তা নেই বলেও জানায় এই ফ্যান। তিনি বলেন, আমরা না হয় কোনোভাবে দিন কাটিয়ে ফেলছি। কিন্তু আমাদের নাতি-নাতনিরা কী করবে? কী দেখিয়ে আমরা তাদেরকে ব্রাজিল সমর্থক গোষ্ঠিতে নিয়ে আসব? অন্তত কোটায় হলেও তো কয়েকটা কাপ জিততে পারতাম।  

১৩৩ পঠিত ... ১৭:৫০, জুলাই ০৮, ২০২৪

Top