উরুগুয়ের সাথে হেরে যাওয়ায় ৫ স্টার থেকে ১ স্টার কেড়ে নেওয়া হলো ব্রাজিলের

১০৪ পঠিত ... ১৬:৫৯, জুলাই ০৭, ২০২৪

13

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে হেরে বাদ পড়েছে ব্রাজিল। ব্রাজিলের এমন হারে আর্জেন্টিনা ফ্যানরা উৎসব করছেন, সমালোচনা করছেন বিচক্ষণ ব্রাজিল ফ্যানরা। কেউ কেউ হিট অব দ্য মোমেন্টে দলকে টুকটাক দু-একটা কটু কথাও বলে ফেলছেন। তবে রাইসুল ইসলাম রাণা নামের ব্রাজিল ফ্যান প্রতিবাদ করেছেন অভিনব পন্থায়। উরুগুয়ের সাথে হেরে যাওয়ায় ব্রাজিলের জার্সি থেকে ৫ স্টারের ১টা স্টার মুছে দিয়েছেন তিনি। ৪ স্টারের এই জার্সি নিজের ফেসবুক পেজেও আপলোড করেন এই সমর্থক।

১ স্টার কেড়ে নিলেও ব্রাজিল শিবির ছাড়বেন না বলে জানিয়েছেন রাণা। একটি ফেক আইডি থেকে তিনি জানান, মন খারাপ হইছে হারায়। সেজন্য শাস্তি স্বরূপ একটা স্টার কেড়ে নিছি। কষ্ট পাইলে মানুষ নিজেকে নিজে শাস্তি দেয় না? এটাও সেরকম। তার মানে এই না যে ব্রাজিল শিবির ছেড়ে দিচ্ছি। ভামোস ব্রাজিল।

শুধু রাণা নয়, এমন আরও ব্রাজিল ভক্ত ধীরে ধীরে ব্রাজিল শিবির ছাড়ছেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক সূত্র মতে জানা গেছে, কমে যাচ্ছে ব্রাজিল ফ্যান ক্লাব নামের ফেসবুক গ্রুপগুলোর সদস্য। উপরদিকে হুহু করে বাড়ছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব নামের ফেসবুক গ্রুপগুলোর সদস্যের সংখ্যা। সুযোগ বুঝে অনেক আর্জেন্টিনা সমর্থক নিজের পুরোনো জার্সিও বিক্রি করছেন সাবেক এই ব্রাজিল সমর্থকদের কাছে।

এদিকে অন্য এক ভুয়া সূত্র থেকে জানা গেছে, আর্জেন্টিনা ফ্যান শিবির থেকে রাণাকে অনুরোধ করা হচ্ছে স্টার যেন ২টা কেড়ে নেয়। কেড়ে নেয়া এই দুইটা স্টার আর্জেন্টিনাকে দিয়ে দিতে। তাহলে আর্জেন্টিনা সমর্থন করেও ব্রাজিল সমর্থন করার ফিল পাবে সাবেক ব্রাজিল সমর্থকরা।

১০৪ পঠিত ... ১৬:৫৯, জুলাই ০৭, ২০২৪

Top