অন্তর্বতীকালীন সরকারের কাজের গতি বাড়াতে নিয়োগ পাচ্ছেন খালেদ মাহমুদ সুজন

৬১ পঠিত ... ১৭:২২, নভেম্বর ১২, ২০২৪

19

অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতি বাড়াতে উপদেষ্টা নিয়োগের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। ১৭ জন উপদেষ্টা নিয়ে কাজ শুরু করা এই সরকারের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বর্তমানে ২৪ জনে দাঁড়িয়েছে, এবং সামনে আরও বাড়তে পারে।

সম্প্রতি নতুন উপদেষ্টাদের নিয়োগের মাধ্যমে সরকারের কাজে গতি আনার বিষয়টি গুরুত্ব পেলে বিশেষজ্ঞ মহল ‘গতিদানব’ খালেদ মাহমুদ সুজনের নামও প্রস্তাব করেছে। গতির ওপর বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত খালেদ মাহমুদ সুজন যেখানে থাকেন, সেখানেই গতি বেড়ে যায় বহুগুণ—হোক সেটা ক্রিকেট মাঠ, কিংবা সরকার। এই প্রসঙ্গে অভিজ্ঞ ক্যাপ্টেন সাজমুল হাসান সুপ্ত মন্তব্য করেন, খালেদ মাহমুদ যেখানে থাকবেন, সেখানেই গতির বিষ্ফোরণ ঘটবে।

এই খবরে খালেদ মাহমুদের ভক্তরা বেশ উত্তেজিত। সুজনের এক ভক্তের সাথে কথা বলার সময় আমাদের eআরকি প্রতিবেদক লক্ষ্য করেন, সুজন ভক্তরা এত দ্রুত কথা বলেন যে সব কথা রেকর্ড করা সম্ভব হয় না। তবে যতটুকু বোঝা যায় তাতে তার মূল বক্তব্য ছিল, সুজন আধুনিক বাংলার গতির জাদুকর। তিনি যেখানে যাবেন, সেখানে গতির জাদু ছড়িয়ে পড়বে।

অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ মহলেও খালেদ মাহমুদের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, একজন উপদেষ্টার কারণে যদি কাজের গতি বহুগুণ বেড়ে যায়, তবে অযথা বেশি লোক নেওয়ার প্রয়োজন নেই। সবাই তো জানে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

এদিকে, খালেদ মাহমুদ নিজেও দেশের সেবায় তার গতিকে শান দিচ্ছেন। প্রতিদিন তিনবার ফ্ল্যাশ দেখছেন এবং খাওয়ার সময় কুইকসিলভারের ভিডিও দেখে নিজেকে আরও গতিশীল করে তোলার চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, আমি উপদেষ্টা হলে, যে কোনো নাগরিকের যে কোনো সরকারি কাজের ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে; মুখ ফুটে বলারও প্রয়োজন হবে না।

 

৬১ পঠিত ... ১৭:২২, নভেম্বর ১২, ২০২৪

Top