বিশ্বকাপ জেতার পর ট্রফি সাথে নিয়ে ঘুমিয়ে পোজ দিয়েছিলেন লিওনেল মেসি। এর পরেই এটি পরিণত হয় ট্রেন্ডে, ক্রিকেট হোক কিংবা ফুটবল যেকোনো খেলাতেই কেউ ট্রফি জিতলেই ঘুমিয়ে মেসির মতো পোজ দেন এখন। এমনকি সম্প্রতি মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে একই পোজ দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরাও। বিষয়টিতে বেশ উদ্বেলিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম তথা টাইগাররা।
এখন পর্যন্ত কোনো ট্রফি না জিতলেও ভবিষ্যতে কোনো ট্রফি না হোক অন্তত সিরিজ জিতলেও যাতে এভাবে পোজ দিতে পারেন, সে লক্ষ্যে আগেভাবেই প্রস্তুত থাকতে চান তারা। আপাতত এই বিষয়টিতে শুধু ক্যাপ্টেন শান্তর দক্ষতা থাকলেও এই দক্ষতা পুরো টিমে ছড়িয়ে যাক এমনটাই চেয়েছেন তারা। এ ব্যাপারে নিজের দৈনিক স্ট্যাটাসে এক টাইগার লিখেছেন, পিও ট্রফি, তুমি আমি ফুলের কলি ফুটব একসাথে, তোমায় নিয়ে দেব পোজ ফুলশয্যার রাতে। আইলাবিউ, এটাই বাস্তব।
তবে বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা। ক্রিকেটারদের নতুন এই কোর্সের জন্য তাদের পর্যাপ্ত ফান্ড না থাকার পাশাপাশি অহেতুক খরচে অনীহা জানিয়েছেন তারা। এ ব্যাপারে বিসিবির সহমত ভাই একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে আমাদের বলেন, আমাদের ৯০০ কোটি টাকার ফিক্স ডিপোজিট শেষ, এতগুল অর্কমা বাঘ পালতে পালতে এখন এদের আবার ট্রফি নিয়ে পোজ দেওয়া শেখাব। স্ট্যাটাস দিয়ে আর সংবাদ সম্মেলনে স্যাভেজ রিপ্লাইয়ের পর এদের যদি সময় থাকে, সে সময়কে কাজে লাগিয়ে এরা আগে অন্তত কিছু ম্যাচ জিতুক তারপর এসব ভাবা যাবে।