গতকাল মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার সুমন। বিষয়টি নিয়ে সুমন ভক্তদের মন আহত হলেও এতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে কারাগারের ফুটবলপ্রেমীদের মাঝে। সুমনের মতো প্রকৃত ফুটবল লাভারকে পেয়ে, স্প্যানিশ লিগে খেলার আশাও করছেন কারাগার ফুটবল টিমের সদস্যরা। তাদের আশা সুমন কারাগারের অভ্যন্তরীণ ফুটবল কাঠামোর উন্নয়নের পাশাপাশি দুর্দান্ত সব ট্যালেন্টদের বের করে আনবেন।
কারাগার থেকে এক ফুটবল ভক্ত কাম ফুটবলার আমাদের বলেন, সুমন ভাই এতদিন কিতার মধ্যে টাকা ঢালছেন তা আমরা জানি না, তবে এখানে টাকা ঢেলে উনি হতাশ হবেন না। তার গরু বিক্রির টাকা অন্তত আমরা বৃথা যেতে দেব না। সুমন ভাইকে পেলে মেসি-রোনালদো নয়, আমাদের কারাগার থেকেই কেউ একজন ব্যালন ডি অর পাবে নিশ্চিত। আমরা ইতিমধ্যেই আমাদের ক্লাবের জন্য ‘অ্যাতলেটিকো দে জেল’ নামটি ঠিক করেছি। সুমন ভাই জেলে এলেই উনাকে দিয়ে আমাদের লোগো উন্মোচন করাব।
অন্যদিকে সুমনের কারাগারে যাওয়ার খবরে ‘অ্যাতলেটিকো দে জেল’ কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের বাঘা বাঘা সব ধনকুবেররা। নিজের প্রোফাইলে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যুক্ত করার জন্য ক্লাবটি কিনতে চেয়ে টুইট করেছেন স্বয়ং এলন মাস্ক। তবে তার শর্ত অ্যাতলেটিকো দে জেলের কোচ হিসেবে সুমনকেই থাকতে হবে। দরকার হলে তিনি নিজেও তার খামারের গরু বেচে দেবেন।