বৃষ্টির দিনে ছাতা বন্ধ করার ১০১ উপায়

১৫০ পঠিত ... ১৬:৪২, জুলাই ০২, ২০২৪

34

বৃষ্টির দিনে ছাতা বন্ধ করতে সমস্যার মুখে পড়তে হয়? এই সমস্যা থেকে বাঁচার কোনো উপায় আপনার জানা নেই? তাহলে আপনি আসুন এদিকে, আপনার এই সমস্যা থেকে বাঁচার সকল উপায় জানিয়ে দেব আমরাই!

১# ছাতা খোলার আগে আপনার স্ন্যাপচ্যাট বের করে রিভার্স ফিল্টারে একটা স্ন্যাপ নিন। তারপর যখনই ছাতা বন্ধ করা লাগবে আপনি সেই স্ন্যাপ দেখুন, দেখবেন আপনার ছাতা ঠিকই বন্ধ আছে।

২# আপনার আশেপাশে দেখুন, যার কাছে একটা বন্ধ ছাতা আছে, তার কাছে যান। আপনার খোলা ছাতাটা তাকে দিয়ে আপনি তার হাত থেকে বন্ধ ছাতাটা নিয়ে নিন। ব্যস সমাধান!

৩# আপনি চলে যান উনো রিভার্স মোডে। এই মুডে আপনার কাছে বন্ধ ছাতা খোলা মনে হবে আর খোলা ছাতা বন্ধ মনে হবে। অতএব, আপনার ছাতা যতোই খোলা থাকুক আপনার কাছে সেটা আজীবন বন্ধ।

৪# আপনি দুইটা ছাতা নিয়ে বাইরে বের হবেন। একটা খোলা ছাতা আরেকটা বন্ধ ছাতা। যখন ছাতা বন্ধ করা লাগবে তখন ব্যাগ থেকে বন্ধ ছাতাটা বের করে হাতে নিয়ে নেবেন।

৫# পেট থাকতে এত চিন্তা কীসের? আমরা যুগ যুগ ধরে ছাতা বন্ধ করার জন্য এই পেটেরই ব্যবহার করে আসছি। তাই, আপনিও পেটের ব্যবহার করুন।

১৫০ পঠিত ... ১৬:৪২, জুলাই ০২, ২০২৪

Top