গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে যেসব কারণে

২০৮ পঠিত ... ১৪:০৫, এপ্রিল ৩০, ২০২৪

20

সম্প্রতি খবরে এসেছে অতিরিক্ত গরমে অনেক জায়গাতেই রাস্তার পিচ গলতে শুরু করেছে। অনেকে এর জন্য নিম্নমানের বিটুমিন ব্যবহার করাকে দায়ী করলেও আমরা জানি এসব রাস্তার পিচ বানানোর সাথে জড়িত ব্যক্তিরা চ্যালচ্যালাইয়া বেহেশতে যাওয়ার মতো মানুষ। উনারা কোনো দুই-নাম্বারি করতেই পারেন না। আজ তাই আমাদের অনুসন্ধানী মন খুঁজে বের করার চেষ্টা করেছে রাস্তার পিচ গলে যাওয়ার আসল কারণগুলো…

১#
রাস্তার পিচের মন অনেক নরম, তাই রোদ একটু গরম দেখানোতেই গলে যাচ্ছে।

২#

যেহেতু আমাদের দেশের রাস্তা ইউরোপের মতো, তাই ইউরোপের আবহাওয়ার উপযোগী করেই রাস্তাগুলোকে বানানো হয়েছিল। কিন্তু হুট করে আবহাওয়া পল্টি নিয়ে নেওয়ায় রাস্তাগুলো মানিয়ে নিতে পারছে না।

৩#

রাস্তাগুলো সব মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের ফ্যান। তাই একটু রোদ্দুর দেখলেই নিজেদের পিচগলা রূপে চলে আসা সামলাতে পারছে না।

৪#

রাস্তাগুলো আসলে গলছে না, রাস্তা হলেও তো তারা মানুষ। এগুলো আসলে রাস্তার ঘাম।

৫#

রাস্তার পিচে জুতা আটকে ছিঁড়ে যাতে মানুষ নতুন জুতা কেনে সেজন্য জুতা কোম্পানিগুলো রাতের আধারে এসে রাস্তা গলিয়ে রেখে যাচ্ছে।

৬#

রাস্তারা পিচেরা ইদানিং workout শুরু করেছে, তাই মেদ ঝড়ছে তাদের শরীর থেকে।

২০৮ পঠিত ... ১৪:০৫, এপ্রিল ৩০, ২০২৪

Top