মা-বাবাকে অডি গাড়ি গিফট করার পর নতুন এক ঝামেলায় পড়েছেন ফুডভ্লগার রাফসানের বাবা। ফাঁস হয় ট্রাস্ট ব্যাংক থেকে নেয়া আড়াই কোটি টাকার ঋণখেলাপির ঘটনা। সুদে আসলে যা গিয়ে দাঁড়ায় সাড়ে ৩ কোটি টাকায়। এই ঘটনা নিয়ে ফেসবুকে বেশ আলোচনায় আছেন রাফসানের বাবা।
এদিকে ভিন্ন এক খবরে জানা গেছে, মাত্র সাড়ে ৩ কোটি টাকার ঋণখেলাপি রাফসানের বাবাকে কোনোভাবেই ঋণখেলাপি হিসেবে মেনে নিতে চাচ্ছেন না নিখিল বাংলা রাঘববোয়াল ঋণখেলাপি সোসাইটি। তারা জানায়, যে দেশে শত কোটি আর হাজার কোটির ঋণখেলাপিদের বসবাস সে দেশে এইসব পুটি মাছ জাতীয় ঋণখেলাপিকে কোনোভাবেই মেনে নেয়া যায় না।
মাত্র সাড়ে ৩ কোটি ঋণখেলাপি করে বিশাল সোশ্যাল মিডিয়া এক্সপোজ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন ১ হাজার কোটি টাকা ঋণখেলাপির এক বাংলাদেশি ব্যবসায়ী। তিনি বলেন, মাত্র সাড়ে ৩ কোটির ঋণখেলাপিকে এখন সারা দেশ চিনে। আর আমরা দিনের পর দিন হাজার কোটি টাকা ঋণখেলাপি করেছি। করে যাচ্ছি। কই আমাদেরকে তো কেউ এভাবে চিনে না। এ কোন দেশে বসবাস করছি। যেখানে যোগ্য লোকের চেয়ে অযোগ্যরা বেশি প্রচারণা পায়।
যদিও শত কোটি টাকার কিছু ঋণখেলাপি রাফসানের বাবাকে ঋণখেলাপি সোসাইটিতে স্থান দেয়ার পক্ষে মতামত দিয়েছেন। এমনই একজন বলেন, উনি যেহেতু কম টাকা ঋণখেলাপি করেছে। উনিও আমাদের সাথে থাকতে পারে। একটু ভিন্নভাবে। ধরেন, আমাদের আড্ডায় পুঁটিমাছ ঋণখেলাপি হিসেবে উনি সোফায় বসার সুযোগ পাবে না, বসতে হবে ফ্লোরে। তাইলেই ওনাকে মেনে নেয়া সম্ভব।