শীতকালে ঘরের ভেতর কোথায় ঘুরতে যাবেন?

৫৯৬ পঠিত ... ১৭:২৪, ডিসেম্বর ১১, ২০২৩

25

 

শীতকাল হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য সেরা সময়। কিন্তু অনেকেই ভেবে পান না কোথায় ঘুরতে যাবেন। অনেকের আবার ঘরের বাইরে যাওয়ার পারমিশনও নেই। আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি ঘরের ভেতর ঘুরার আইডিয়া। আপনি চাইলেই এই পুরো শীতকাল ঘরের ভেতর ঘুরে কাটিয়ে দিতে পারবেন।

১#

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি বেডরুমের জন্য রওয়ানা দেন। বেডরুমে পাবেন, নরম বিছানা, সাথে কম্বল, আনলিমিটেড টিভি শো, নেটফ্লিক্স অ্যান্ড চিল, কোনোকিছুর অভাব নেই। আরামসে তিন চারদিনের ট্যুর দিয়ে ফিরতে পারবেন।

২#

যেদিন আপনার একটু মন খারাপ লাগবে, আকাশ বাতাস দেখতে মন চাইবে। সেদিন হাতে একটা কফি নিয়ে চলে যাবেন বারান্দায়। শীতের দিনে বারান্দা উপভোগের জন্য খুবই ভালো সময়। সামনে আকাশ, বাতাস, ভাগ্য ভালো থাকলে গাছ সব দেখতে পারবেন। পরিবেশ ভালো থাকলে একটা ডিপি নিয়ে নেবেন।

৩#
আপনি যদি বিশেষ কোনোকিছু নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য ঘুরার বেস্ট জায়গা হচ্ছে বাথরুম। তবে, সাথে মোবাইল নিয়ে যেতে একদমই ভুলবেন না। বাথরুমে একা থাকা খুবই কষ্টকর।

৪#
জীবনে যদি অ্যাডভেঞ্চার চান তাহলে গভীর রাতে দরজা খুলে ছাদে চলে যান। গভীর রাতে ছাদের উপরে যত অ্যাডভেঞ্চার থাকে তত অ্যাডভেঞ্চার দুনিয়ার কোথাও নেই।

৫# 

মাঝেমধ্যে ডে ট্যুরও দিতে পারেন। ড্রয়িং রুম, ডাইনিং রুমে ঘুরে আসবেন মজা করে। একা যেতে ভালো না লাগলে বাসার অন্যদেরও নিয়ে যেতে পারেন।

৫৯৬ পঠিত ... ১৭:২৪, ডিসেম্বর ১১, ২০২৩

Top