বইমেলার জন্য টাকা নেই? যেভাবে ফেব্রুয়ারির আগেই পকেট ভর্তি করবেন

৬১৬ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২৭, ২০২৪

421054971_2143645075978885_7482298800246425215_n

চলে এসেছে বইমেলা। আর মাত্র কয়েকটা দিন। অথচ, আপনার পকেট একদম খালি, খালি, খালি! এই খালি পকেট ভরার জন্য আমাদের কাছে আছে কিছু অসাধারণ উপায়। যা কাজে লাগালে পকেট এমনকি ব্যাংকও ভরে ফেলা যাবে।

১#

এবারের বইমেলায় বই বের করছে এমন লেখক খুঁজে বের করুন। ভালো-মন্দ জিজ্ঞাসাবাদের পর তাদের জানাবেন, এবারের বইমেলায় আপনি তাদের বই পড়ার জন্য কত এক্সাইটেড হয়ে আছেন! স্টলে গিয়ে কয়টা সেলফি তোলতে চান! সবশেষে এটাও বলবেন, আপনার পকেটটা ফাঁকা। বাকি দায়িত্ব তাদেরই। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন।

২#

কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই আপনাকে শুরুতেই ১০ টাকা ইনভেস্ট করতে হবে। ১০ টাকা ইনভেস্ট করে আপনি একটা বাটি কিনবেন। তারপর আপনার সুন্দর জামা পথের কাউকে দিয়ে তারথেকে তার জামাগুলো নিয়ে পরে ফেলবেন। সোজা চলে যাবেন বইমেলার গেটে, সারাদিন বাটিতে টাকা উঠাবেন, সারাসন্ধ্যা বইমেলায় চিল করবেন!

৩#

আপনি চাইলে কিছুদিনের জন্য হেলমেট পরে ভার্সিটির আশেপাশে ঘোরাঘুরি করে এমন ভাই ব্রাদার খুঁজে তাদের সাথে ঘোরাঘুরি করতে পারেন। দিনশেষে বইমেলায় টাকা নয়, একটা হেলমেট পরে গেলেই সেটা লাখ টাকা হয়ে দাঁড়াবে।

৪#

আপনি রাস্তাঘাটে এদিক ওদিক তাকালে দেখবেন মানুষজন সপ্তম শ্রেণীর বই-এর দুইটা পাতা ছিড়ে ফেলে রেখেছে। আপনি সেগুলো কালেক্ট করে নিন। এমন অসংখ্য কাগজ কালেক্ট করে সেগুলো বিক্রি করে শুধু বইমেলায় যাওয়া কেন, বড়লোক হওয়াও সম্ভব আজকের বাংলাদেশে!

৫#

বইমেলায় যান, একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করুন। ক্যাপশন দিবেন, ১০০ থেকে ১০০০ স্টলের সামনে আছি, আশেপাশে কোনো লেখককে দেখতে পাচ্ছি না, ছবি তুলতে আগ্রহী। দেখবেন, মুহুর্তে সেখানে ১ হাজার মানুষ! ভীড়টাকে কাজে লাগান, কয়েকটা মানিব্যাগ নিয়ে তারপর বের হন।

৬১৬ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২৭, ২০২৪

Top