সালাম করে কত পেলেন আরেফিন শুভ?

২৭৯ পঠিত ... ১৭:৩১, জুলাই ০৩, ২০২৪

32 (10)

আরেফিন শুভ শাকিব খানরে পা ছুঁয়ে সালাম করছে।

একজন জানাইল, আরেফিন শুভ আর শাকিব খান প্রায় সমবয়সী, একজনের বয়স ৪২, আরেকজনের বয়স ৪৫। এমনে সালাম দিলেই হইত, পা ধরার দরকার ছিল না।

তাকে কাউন্টার দিল আরেকজন, ছোট-বড় বিষয় না, যে কেউ যে কাউকে সালাম করতে পারে, সালামের অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক।

আরেকজন তারে শুধরে দিল, যেটা জানেন না, সেইটা জ্ঞান দিতে আসবেন না। এইটা শুধু সালামের ক্ষেত্রে প্রযোজ্য, পা ধরে সালাম না।

আরেকজন পুরো আলোচনায় নতুন ডাইমেনশন যোগ করল একটা ছবি দেখিয়ে। সে বলল,  এই দেখেন রজনীকান্ত অমিতাভ রেজাকে পা ছুঁয়ে সালাম করছে। কিন্তু তারা প্রায় সমবয়সী।

আরেকজন উনাকে শুধরে দিল, ওইটা অমিতাভ রেজা না, অমিতাভ বচ্চন।

আরেকজন এসে সরাসরি বলল, কিন্তু ওরা তো হিন্দু!

পরিস্থিতি চুপচাপ। ঠিক তখনই আরেকজন এসে গুগলি মেরে পুরো বিষয়টাকে অন্যদিকে নিয়ে গেলেন। তিনি বললেন, পা ছুঁয়ে সালাম করার পর শাকিব খান আরেফিন শুভরে কত টাকা সালামি দিছে বলে মনে করেন?

আরেকজন উত্তর দিছে, ১টাকা!

২৭৯ পঠিত ... ১৭:৩১, জুলাই ০৩, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top