ঘুম থেকে দেরি করে ওঠায় ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেন বাংলাদেশের পেসার ও সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বেশ কিছু সঙবাদ মাধ্যম বিসিবির বরাত দিয়ে এমন সঙবাদ প্রকাশ করেছে। এই ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন আহমেদ। জানা গেছে, ঘুম থেকে দেরি করে উঠলেও জাতীয় সংগীতের সময়ও মাঠে উপস্থিত ছিলেন তাসকিন। এরপরও কোনো কারণে তাকে আর খেলানো হয়নি।
এদিকে eআরকি থেকে বিষয়টি নিয়ে তাসকিনের ফেক আইডিতে যোগাযোগ করা হলে তিনি ঘটনা স্বীকার করেন। পাশাপাশি তিনি এও জানান, তিনি ঘুমকে ভালোবাসেন। কারণ, পুরো টুর্নামেন্ট জুড়ে মাঠের ক্রিকেটে দলের পারফরম্যান্স এত বাজে ছিল যে, না ঘুমালে এইসব স্মৃতি তার মনে চলে আসে। এরপর অসহায় লাগা শুরু করে। সেজন্যই তিনি এইসব স্মৃতি ভুলে থাকতে ওইদিন সকালে একটু বেশি ঘুমিয়েছেন।
শুধু কি আপনিই ঘুমিয়েছেন নাকি অন্য কোনো ক্রিকেটারও ঘুমিয়ে ছিল? এমন প্রশ্নে তাসকিন বলেন, আমি তো খাটে ঘুমাইছি, বাকিরা মাঠে ঘুমাইছে।
সামান্য ঘুমের জন্য নিজেকে দোষ দিতেও নারাজ তাসকিন আহমেদ। কিছুটা অভিমানের সুরে ফেক আইডিটি থেকে তিনি বলেন, পুরো দেশটাই তো ঘুমাচ্ছে। কেউ ঘুমের জন্য ক্লাস মিস করছে, কেউ ঘুমের জন্য সময় মতো অফিসে যেতে পারছে না, কেউ ঘুমে থাকার জন্য দুর্নীতিবাজদের ধরতে পারছে না, কাউকে ঘুমে রেখে বেনজীর বিদেশ চলে যাচ্ছে, কাউকে ঘুমে রেখে আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে, কারও ঘুমের জন্য আমাদের রিজার্ভ চুরি হয়ে গেছে। আর আমি শুধু একদিন সকালবেলা ঘুমাচ্ছি, আপনারা আমাকে নিয়ে বিচার বসাচ্ছেন।