যে ৮ কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

৩২৪ পঠিত ... ১৭:৪৭, জুন ২৬, ২০২৪

12 (14)

এবারের টি-২০ তে সেমিফাইনালের আগেই বাদ পড়ে গেল বাংলাদেশ লড়াকু ক্রিকেট দল। কিন্তু কেন? তার কারণই জানাব আমরা।

 

১# অনেকদিন দেশের বাইরে থাকায় দেশের জন্য মনটা কেঁদে উঠেছিল, তাই দেশের কাছে ফিরে এসেছে দেশের ছেলেরা।

 

২# কিছুদিন আগে কোরবানি গেছে, দেরি করলে আসলে মাংস শেষ হয়ে যেতে পারে। কোরবানির মাংস খাওয়ার জন্যই এবার সেমিফাইনালে ওঠেনি।

 

৩# সেমিফাইনালের যোগ্য দাবিদার আফগানিস্তান যেন টুর্নামেন্ট থেকে বাদ না পড়ে তাই তাদের জন্য আমাদের ছেলেরা সেক্রিফাইস করেছে।

 

৪# বাংলাদেশের মতো একটা দল সেমিফাইনালে ওঠায় ক্রিকেটের সৌন্দর্য যেন নষ্ট না হয় তাই তারা সেমিফাইনালে না উঠেই চলে এসেছে।

 

৫# এছাড়া বাংলাদেশ সেমিফাইনালে ওঠাই মানে মিছিল, আনন্দ, ঘরে ঘরে ভালো রান্না, পাড়ায় পাড়ায় বিরিয়ানী। জিনিসপত্রের যে দাম শুধু শুধু মানুষকে দিয়ে বাড়তি খরচ কেন করাবে?

 

৬# এমনিতেই বাংলাদেশের অধিকাংশ পুরুষের চিবি স্কন্ধে ওঠে থাকে তার ওপর যদি বাংলাদেশ সেমিফাইনালে খেলে তাহলে তো চিবি নামার আর কোনো চান্সই নেই। তাই বাংলাদেশ এই রিস্কটা নেয়নি।

 

৭# এবারের খেলার টাইমিংগুলা খুবই বাজে বাজে টাইমিং। বাংলাদেশের খেলার জন্য অনেকের ব্যক্তিগত খেলায় অসুবিধা হচ্ছে তাই বাংলাদেশ দল সবাইকে এই অসুবিধার হাত থেকে রক্ষা করেছে।

 

৮# বাংলাদেশ দল সেমিফাইনালে খেললে আমাদের দেশের একজন এমপি, দুইজন টিকটকার, একজন সদ্য বিবাহিত পুরুষ, একজন বয়োবৃদ্ধ চাচার জীবনমান কিছুদিন আটকে থাকত। একটা ভালো দল তো কখনোই এটা মেনে নেবে না৷

৩২৪ পঠিত ... ১৭:৪৭, জুন ২৬, ২০২৪

Top