হাওয়ার গতিতে উড়ে উড়ে চলে আসছে কোরবানীর সিজন। মনের পশুকে কোরবানী করার খুব একটা সহজ হয়তো হবে না, কিন্তু বনের পশুকে চাইলেই কোরবানী করে ফেলতে পারবেন। ঠিক গ্রীষ্ম-বর্ষার মাঝামাঝি মিষ্টি মধুর এই সময়ে হয়ত কবি হয়ে কবিতা লিখে আপনার ক্রাশকে পটাতে পারবেন না সহজে, প্রেমিকার মন আর এখন কবিতা খায় না। কোরবানীর সিজনে ক্রাশের সাথে যেভাবে কথা বলা শুরু করতে পারেন।
১# এইবার কোরবানী দিচ্ছো তোমরা?
২# তোমাদের ওইদিকে গরুর দাম কেমন?
৩# তোমাদের এলাকার কোরবানীর বাজার কোথায় বসে?
৪# আমার ভালবাসা না নাও, এক পলিথিন মাংস নিও কিন্তু।
৫# আপনার ভাই তো গরুর মত আমাকে দেখলেই তেড়ে আসে, এই কোরবানীর সিজনে কিছু একটা করুন।
৬# এই ঈদে বাসায় দাওয়াত নিন, গোশত চিবুতে চিবুতে আমরা কবিতা আওড়াব।
৭# আপনার কোন রঙ সবচে বেশি পছন্দের? আমি ওই রঙের গরু কিনব।
৮# তুমি চাইলে আমার বোনকে পাঠাতে পারি গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য।
৯# এই তোমাদের গরুর একটা ছবি দিয়ো, ম্যাচিং ম্যাচিং গরু কিনব আমরা।
১০# ইদের দিন সকাল সকাল চলে আসবেন, আপনার উপস্থিতি ছাড়া কসাইকে তলোয়ার ধার পর্যন্ত করতে দেব না।