সাকিব আল হাসান যেসব ভঙ্গিতে অবসর নিতে পারেন

৫২৫ পঠিত ... ১৭:৩৩, জুন ২৬, ২০২৪

34 (7)

সবাই অবসর নেয় এক ভাষায়, একই ভঙ্গিতে। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। তার অবসর নেওয়ার ভাষাটাও ভার্সেটাইল হওয়া উচিত। নিচে আমি কয়েকটা উদাহারণ দিলাম। আশা করছি তিনি যেকোনো একটা বেছে নেবেন।

 

▪️ হুমায়ূনীয় অবসর: আমি আজ অবসর নেব। অনেকদিন তো খেললাম। লক্ষ করলাম, বেশ কিছুদিন ধরে ক্লান্তিতে আমার শরীরটা ভেঙে পড়েছে। চারদিকের হাওয়া বাতাস যেন বলছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভূ। তারপরও অবসরের ঘোষণা লেখার সময় আমি অনুভব করলাম, আমার দুই চোখে দুইফোঁটা অশ্রু জমে আছে। আমার সিদ্ধান্ত স্ত্রীর পছন্দ হয়নি। সে রাগ করে কামরায় খিল এঁটে বসে আছে। কিছু কিছু নারী পৃথিবীতে আসেই কামরায় খিল এঁটে বসে থাকার জন্য…

 

▪️ রাজনৈতিক অবসর: আজ আমি অবসর ন।।। অবসর নেওয়ার আগে আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চে উপস্থিত আমার প্রিয় সংগ্রামী জননেতা, মাগুরার গর্ব, এলাকার তরুণ সমাজের অনুকরণীয় বড় ভাই, বিরোধীদলের ত্রাস, গরীবের বন্ধু আমার শ্রদ্ধেয় প্রিয় কাশেম জোয়ার্দার ভাই। আমি অবসরের আগে ধন্যবাদ জানাতে চাই, মঞ্চে উপস্থিত আমাদের সংগ্রামী চেয়ারম্যান হেকমত উল্যাহ ভাই, ইউনিয়ন ছাত্রসমাজের আদর্শ, রাজপথের লড়াকু সৈনিক মোখলেস ভাই, আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চে অনুপস্থিত কিন্তু আমাদের সবার হৃদয়ের কোনায় অবস্থান করা, দুর্বার তারুণ্যের প্রতীক, লর্ডসের হুংকার, জিম্বাবুয়ের আতঙ্ক, অভিমানী প্রিয় তামেম ভাই…

 

▪️ জেনজি অবসর: হেই গাইস, ইয়ো… ইটস ডান, রিটায়ার নিচ্ছি আমি… লংটাইম খ্যাললাম, লল… বত্ব, লাইক তামেম্ভাই বলব না, মনে রাইখেন... এলেমেও! ফ্লেক্সও নিব না। টিবিএইস, আমি গোট, এভ্রিবডি নোস… ইকিক... তোমরা ব্যাডাস আছো আইজি, ডিফারেন্স ধরতে পারবা। না পারলে ইউর লস, মাদাফাকা...

▪️ মারুফিয় অবসর: অ্যাই... অ্যাই কুত্তার বাচ্চারা, অবসর নিচ্ছি আমি কুত্তার বাচ্চারা, কুত্তারবাচ্চারাকুত্তার বাচ্চারা... অ্যাই, কী বললাম আমি? কী বললাম কুত্তারবাচ্চারা? অবসর নিচ্ছি, অবসর... কুত্তার বাচ্চারা... কুত্তারবাচ্চারাকুত্তার...

▪️ রাইসু মার্কা অবসর: দেখা যাইতে পারে, আজ থেকে আমি মাঠে নাই। আমার না থাকারে আপনারা ধইরা নিতে পারেন ক্রিকেটেই 'নাই'। এইটা একটা ফ্যাসাদ। আবার না থাকারে 'আছে' ধইরা নিলেও আপনারা ফ্যাসাদে পড়বেন। কারণ আমি জানায়ে দিছি, আমি নাই। ফলাফল হইল, আমিই হইলাম ফ্যাসাদ। আমারে আপনারা ঘৃণা করতে পারেন, এড়ায়ে যাইতে পারবেন না। যাইতে পারলে অবশ্য আপনাগো লাভ। কিন্তু আমার প্রশ্ন সেইটা না। আমার প্রশ্ন হইলো, শেবাগ কে? ওরে চিনি না...

 

▪️ রাফসানীয় অবসর: হ্যাহ্যাহ্যাল্লো গাইজ, দিস ইজ সাকিব বড় ভাই, টুডেজ রিভিউ সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজ আমি রিভিউ দিবো অবসর নিয়ে। দিস ইজ দ্য স্পাইসিয়েস্ট ফুড ইন দ্য হোল ওয়ার্ল্ড। ব্রেকফাস্টে অবসর নিয়ে বসছিলাম গাইজ। উপরে গ্র্যান্ড চিলি সস মাখিয়ে হালকা একটু কামড় বসিয়ে বুঝলাম, হুউউউ... হোয়াট ইজ দিস ম্যান! ওহ মাই গড... টু গুড, টুউউ গুড। অনেক স্পাইসি তাই খায় না আমাদের দেশে মেইবি, ইটস সো আন্ডাররেটেড। আমি মাহমুদউল্লাহ ভাইকে অনুরোধ করব একবার ট্রাই করার জন্য...

 

▪️ নোলানীয় অবসর: আজ নভেম্বর মাসের সাতাশ তারিখ, দুই হাজার ছয় সাল। আমার জীবনের প্রথম ম্যাচ, জিম্বাবুয়ের সঙ্গে। ক্যাপ নম্বর এগার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে যাত্রা শুরু করলাম। কিছুটা নার্ভাস লাগছে। যদিও সবাই খুব সাহস দিচ্ছে। দেখা যাক কী হয়...

 

▪️ ডিপজলীয় অবসর: ওইই ভাতিজারা, আইজ আমি পুঁত কইরা অবসর নিমু...

 

▪️ সাদাতীয় অবসর: আজ আমি অবসর নেব। আমি আজ অবসর নেব৷ অবসরকে নেব আমি আজ। খুব যত্ন করে নেব। যেমন করে হাতে প্রজাপতি নেয় গাঁয়ের কিশোরী। কুসুম কোমল অবসরটাকে আমি ওভাবেই খুব আলতো করে হাতের তালুতে নিয়ে রাখব। তালুর ভেতর আড়াল করে রাখব। অদূরে মোতালেব চাচার গোয়ালঘরের গরুটা অন্ধকার আসমানের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠবে। হয়ত গলির মোড়ে দুইটা কুকুর হড়হড় করে বমি করবে। তারপরও ওই অবসর কেউ টের পাবে না, ওই অবসর কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু যে অবসর নিচ্ছে, সে জানে, এই অবসর জগতের শুদ্ধতম অবসর...

৫২৫ পঠিত ... ১৭:৩৩, জুন ২৬, ২০২৪

Top