বাংলাদেশের টেস্ট ম্যাচের ফেসবুক লাইভের নীচে যে কমেন্টগুলো অবশ্যই থাকবে

১২৭৪৮ পঠিত ... ১৬:১৯, মার্চ ১৬, ২০১৭

 
বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট লাইভ দেখা যাচ্ছে ফেসবুকে। এইসব লাইভ ফিডের নিচে রয়েছে কমেন্ট করার ব্যবস্থা। কত রকমের কমেন্ট যে আসে সেখানে। তবে কিছু কমেন্ট যেন একদম চোখে পড়বেই। চলুন দেখি কোন কমেন্টগুলো অবশ্যই অবশ্যই সেখানে থাকবে---

ছন্নছাড়া জীবন: কিতারে অলআউট হস না ক্যান!

মায়ের ছেলে মুন্না: অসাধারণ খেলা হচ্ছে। চালিয়ে যান বস।

কষ্টের বাতি: তামিম কালা পারা না।

মুন্না স্যাভেজ: দে, শ্রীলংকার বোলার গো রে দে ভালোমত... পিডা ব্যাডা পিডা...

Prince Jalil: আম্পায়ার শালা টাকা খাইছে। ঘুষ খাইছে! ইন্ডিয়ার ****রা আমগোরে ধসানর জন্য সব আম্পায়ার কিইনা নিল, জোচ্চোররা সব!

Specialist SHaMiM:  ভাই এইটা পিটানোর খেলা না, এইটা টেস্ট ম্যাচ... টেস্ট বুইঝা এরপর কথা বলতে আইসেন @মুন্না স্যাভেজ

Chowdhury Saheb: খেলা দেখানোর জন্য ধন্যবাদ। রান কত?

নীল দ্বীপ: 444444

Ami Merajer vokto: মিরাজরে ওপেনিং নামানো উচিৎ! #mirajandonlymiraj #mirajdiehardfan

Selim khan: Nasir ke team e chai.

কাশেম কুঁড়িগ্রাম: ame kurigram teke bolce. Kala dekce, bala lagca kub

Mastermind Masum: আপনারে কেউ জিগাইছে নাকি কাশেম ভাই। মিয়া অফ যান।

গাল কাটা মাসুদ: আমি বাথরুমে বসে খেলা দেখতেছি… সেই বিনোদন :v

Angel Tashfiya: বাংলাদেশ জিতলে ফেসবুক লাইভে আসবো...

রাফির শশী: Marry me Shakib :-*

Jashim Kuwait: বাংলাদেশকে খুব মিস করছি। কেমন আসো বন্দুরা???

ইঞ্জিনিয়ার মোশাররফ: বাংলাদেশ জিতবে। সাবাশ বাংলাদেশ।

আদবকেতা চৌধুরী: সাকিব বেয়াদবটারে দেখছেন। সকাল থেকে কেমনে মাঠের মধ্যে বেয়াদবের মত নখ খাইল... আসলে সেরা খেলোয়াড় হইলেই সেরা মানুষ হওয়া যায় না...!

কলিমুল্লা শিশির: ওই শু**** বাচ্চা সাকিব বেয়াদব হইলে তুই কী?

ছক্কা নাঈম: মুশফিক ভাইয়ের কাছ থেকে আজকে একটা ছয় কিন্তু মাস্ট!

বজলুল হুদা হুদা: হেহে, লুল!

লেট লতিফ: ভাই চাইরটা দেখতে পারি নাই ঠিকমত, লাইভে রিপ্লে দেখানোর কোনো সিস্টেম নাই?

মুগ্ধ হাসান: অসাধারণ!

Punk Feeroz: গ্যালারির মাইয়াটা জোস ছিল তো, এডমিন উনারে আরেকবার দেখান না ভাই প্লিজ!

Pinky Pink:  সৌম্য এত কিউট ক্যান? কিউট কিউট কিউট কিউট...

রাতের বেলার সূর্য: তিনশ টাকার এনার্জি লাইট পাচ্ছেন মাত্র একশ টাকায়। জ্বি ভাই, ঢাকা এবনরমাল কোম্পানি দিচ্ছে তিনশ টাকার এনার্জি লাইট মাত্র একশ টাকা... একশ টাকা... একশ টাকা (সাথে ছয় মাসের গ্যারান্টি আছে)

কষ্টের ফেরিওয়ালা: তুমি কি আমাকে বুলে গেচো সুইটি? নাকি ওই দূর আকাশে তারায় আজো আমায় খোজো... বলো, খোজো কী?

অপটিমিস্টিক সাইদুল: আজকে ৪০০ রান হবে মামা শিওর। এগিয়ে যাও বাংলাদেশ... আমরা আছি তোমার সাথে... 

রবি বাংলাদেশী: জিতবে বাংলাদেশ!

Mousumi Akter: ফিরে এসো জান.

Banglar Nayok: Miss u Mashrafe Boss

Lover Boy Jubair: শালার ক্যামেরাম্যান খেলা না দেখাইয়্যা গ্যালারীতে মেয়ে দেখায়।

কাঁঠাল বাবা: বরিশাইল্যা কেউ কমেন্টস করবেন না!

Masum Mahi: এডমিন ভাই আপনি কই?

সমুদ্র সৈকত: Out houa khub kharap. Eta meyera o dekhte pare na!!

Photograper Kamal: What Happening!

Abu Musa: আশরাফুলকে দলে চাই। পাপন আপনি কি শুনছেন?

মো নাইম ইসলাম: ফাজলামি করার একটা সিমা থাকা দরকার। MB খরচ করে বিজ্ঞাপন দেখব?

আহমেদ কালাম: BD cricket love.

কামরুল হাসান: এমন খেলাটা ধ‌রে রাখ‌লে বিজয় অবশ্যই আস‌বে।

খাইরুল সাহেব: শেয়ারবাজার‌নিউজ ডট কম।

সাতক্ষীরা নিউজ২৪: নিয়মিত খবর পড়তে ও লাইভ খেলা দেখতে আমাদের পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন!

সালমা ইসলাম: আমি সুয়ে সুয়ে দেখছি।

জুয়েল রানা: তামিম কি কাজটা ভালো করেছে

সালমান বরিশাল: এটা আউট হলে হবে না 

Riyadul Alam: Out dile mair 

Mehadi Hasan Mehadi Hasan: not out

Km Nasir: not out

Md Shakil Ahmed: yor r right

Akhil Sarkar: not out

Shovon: Not out 

Mohosin Khan: বাল করে খেললে আমরা জিতবো 

Riyadul Alam: Good erokom 4chai. 

সুইটি মামুন: ছয় চায় একটা pls... 

Shayam Sarkar Kar: Oooo no 

Mohosin Khan: মনটা খুব খারাব হয়ে গেল। 

Anam Rana: আমার পরে আর কোন ব্যাটসম্যান নাই এমন মনে করে খেলতে হবে।

Aqib Asifur Rahman: নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক।

Abdullah Aliul Ajim: দুনিয়ার সেরা #জোক্স পেতে এই পেজে লাইক দিয়ে গোয়েন্দার মত লেগে থাকুন।

Tasnimul Alam Tohir: Sobai aktu like comment bondho rakhi, khela dekhte partesi na.

১২৭৪৮ পঠিত ... ১৬:১৯, মার্চ ১৬, ২০১৭

Top