মেয়েদের অন্যতম পছন্দের পোশাক পালাজ্জো। রূপে, গুণে সেরা এই পোশাক নিয়ে চারপাশে ঘুরে বেড়ায় হাজার হাজার তথ্য। এর মাঝেও কিছু তথ্য আছে যা অনেকেই জানেন না। এই মহামতি পোশাক সম্পর্কে এমনই ১০টি ফ্যাক্ট খুঁজে বের করেছে eআরকি পালাজ্জো গবেষক দলের অন্যতম সদস্য জেবা তাহসিন।
১# এই গরমে পায়ে হাওয়া বাতাস লাগাতে পালাজ্জোরগুরুত্ব অপরিসীম।
২# একটা কালো রঙের পালাজ্জো দিয়ে আপনি হাজার খানেক কামিজ, কুর্তি পরতে পারবেন৷
৩# কোনো গবেষণাতেই দেখা যায়নি কিন্তু এটা প্রমাণিত সত্য যে, সবচেয়ে কম সময়ে পরা যায় একমাত্র মেয়েলি পোশাক হল পালাজ্জো।
৪# ধারণা করা হয়, অনেক বছর আগে পালাজ্জো সেলাই খুলে একটা ছেলে পরে ফেলেছিল। সেই থেকেই ছেলেদের পোশাক লুঙ্গির জন্ম।
৫# কামিজ, কুর্তি যার যার, পালাজ্জো হচ্ছে সবার! কোথাও বের হবেন কিন্তু নিজের পালাজ্জো খুঁজে পাচ্ছেন না? ব্যাপার না, পরে নিতে পারবেন আপনার রুমমেটের পালাজ্জো। কারণ, বডি যার যার পালাজ্জো সবার।
৬# অন্যান্য পাজামার চেয়ে ন্যাকড়া বানানোর কাজে মায়েদের প্রথম পছন্দ পালাজ্জো।
৭# রাতে পালাজ্জো পরে ঘুমালেন ঠিকই কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখবেন তা হয়ে গেছে হাফপ্যান্ট!
৮# শাড়ি পরার জন্য পেটিকোট খুঁজে পাচ্ছেন না? সমাধান হাতের কাছেই, তুলে নিন আপনার পালাজ্জোটি। পরে ফেলুন যেকোনো শাড়ির নিচে!
৯# পালাজ্জো সম্পর্কে যে ফ্যাশন টিপটি সবচেয়ে আন্ডাররেটেড তা হলো, একে জাম্পস্যুট হিসেবে ব্যবহার করা যায়। পালাজ্জোর কোমড় থেকে উপরে বুকে উঠিয়ে নিলেই তা হয়ে যাবে বাহারি ফ্যাশনেবল জাম্পস্যুট। আর এটি পরে আপনি আরামদায়কভাবে ঘুরতে পারবেন দেশে-বিদেশে!
১০# রঙবেরঙের অতিরিক্ত ঢোলা পালাজ্জো পরে খুব সহজেই আপনি আলিফ লায়লার জিনের রোল প্লে করতে পারবেন!