লম্বা ছুটির পর অফিসে আসতে ইচ্ছা না করলে যেসব অজুহাত আপনার কাজে লাগবেই লাগবে

৭৪৪ পঠিত ... ১৬:২৬, মে ০৭, ২০২২

Ojuhat

লম্বা ছুটির পর অনেকেরই প্রথমদিন অফিসে আসতে ইচ্ছে করবে না। অফিস কামাই দেয়ার জন্য শুধু ইচ্ছে তো যথেষ্ট না। লাগে বিশ্বাসযোগ্য অজুহাত। প্রথমদিন অফিস কামাই দিয়ে ঘরে বসে বসে এমন কিছু বিশ্বাসযোগ্য অজুহাত খুঁজে বের করেছে eআরকি ফাঁকিবাজ গ্রুপ।  

১# দীর্ঘসময় জ্যামে বসে থাকতে থাকতে হাতে পায়ে খিঁচ ধরে গেছে, প্যারালাইজড হয়ে গেছি এটা আগে টেস্ট করাতে হবে, এরপর অফিস।

 

২# এতোদিন ভারী খাবার খেয়েদেয়ে ফর্মাল পোশাক আর গায়ে লাগছে না। একটু শুকিয়েই অফিসে আসবো।  

 

৩# সবার নতুন ডিপিতে লাভ রিয়্যাক্ট দেওয়ার জন্য। ইদ উপলক্ষে সবাই ফেসবুক ডিপি চেইঞ্জ করেছে, সামাজিক জীব হিসেবে প্রত্যেকের ডিপিতে রিয়্যাক্ট না করে কীভাবে অফিসে আসি!

 

৪# গ্রামের সবুজ পরিবেশ দেখার পর মন উদাস হয়ে আছে, উইন্ডোজের বোরিং নীল রংটা আর ভালো লাগছে না।

 

৫# ‘ভুলে যা তোর দোস্ত- দুশমন’ এই লাইন শুধু ইদের জন্যই প্রযোজ্য। অফিসে এলেই আবার সেই পুরান কলিগের সাথে ক্যাচাল বাজবে৷ তাই কয়েকদিন পরে থেকে ক্যাচাল করতে চাচ্ছি।  

 

৬# ঈদে সালামি দিতে দিতে এমনিতেও ফকির হয়ে গেছি। অফিসে যাওয়ার ভাড়া নাই। 

 

৭# পুরো পরিবার নিয়ে মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম ঘুরতে। এখন হাতের কবজি আর ডান পা সোজা করতে পারছি না। এই অবস্থায় ডাক্তার দেখানো বেশি জরুরি। 

 

৮# আমি সেই স্মৃতিসৌধের মাথায় বসে থাকা ভাইরাল হওয়া ভিডিওর ভাইটি। যখন এখানে উঠছিলাম তখন খুব তেল ছিল এখন নামতে পারতেছি না, ‘প্লিজ সামওয়ান কল ফায়ারব্রিগেড!’

৭৪৪ পঠিত ... ১৬:২৬, মে ০৭, ২০২২

Top