ইদ মানেই প্রচুর কেনাকাটা! নিজের জন্য, আপনজন, আত্মীয়-পরিজনদের জন্য। এই কেনাকাটা করতে গিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যাবেন, তবুও কেনাকাটা করতে পারবেন না। তাই প্রচণ্ড ভিড়েও আপনি যেভাবে আপনার ইদশপিং সেরে ফেলতে পারেন, সে উপায় বাতলে দিচ্ছে eআরকির দুর্ধর্ষ আইডিয়াবাজরা।
১। গায়ে বর্ম লাগিয়ে যেতে পারেন: গায়ে চাপাতে পারেন যুদ্ধের লৌহবর্ম। এরপর শপিংয়ের উদ্দেশ্যে বের হবেন, কারণ ইদ শপিং করা এখন এক প্রকার যুদ্ধের শামিল। বর্ম পরে গেলে আপনার অদ্ভুত বেশভূষার জন্যই কেউ আপনার ধারে ঘেঁষবে না৷
২। পাগল সেজে যেতে পারেন: সেক্ষেত্রে আপনাকে হালকা অভিনয় জানতে হবে। মানুষ দেখলেই নাক মুখ খিঁচিয়ে একটু ভেংচি কাটবেন, পাবলিক তাতেই ভড়কে যাবে আর জায়গা করে দেবে৷
৩। কেরোসিন তেল কিনে গায়ে স্প্রে করে নেবেন: কেরোসিন তেল এর গন্ধ মেখে গেলে পাবলিক আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য৷
৪। তিন চারজন বন্ধু মিলে গিয়ে গ্যাঞ্জামের ভান করবেন: বন্ধুরা মিলে শপিংয়ে যাবেন, এরপর দোকান দেখলেই হৈ চৈ শুরু করে দেবেন। এতে করে আমজনতা বড়সড় গ্যাঞ্জাম ভেবে জায়গা ছেড়ে দেবে৷
৫৷ একদিনের জন্য কোনো বিখ্যাত নেতার ভাগ্নে হয়ে যাবেন: দোকানে ঢুকেই নেতার ভাগ্নে টাইপ ভাব নেওয়া শুরু করবেন। অত্র এলাকার অমুক নেতার ভাগ্নেকে জায়গা তো দেবেই, পারলে আপনার শপিংটাও করে দেয় আরকি!
৬। মুখে ভৌতিক মুখোশ পরে নেবেন: কনজারিং সিনেমার নান এর মুখোশ জোগাড় করে নেবেন। এরপর মুখে লাগিয়ে ঢুকে পড়বেন শপিংমলে। দূর্বল হার্টের মানুষ দৌড়ে পালাবে৷
৭। এক প্যাকেট শুঁটকি নিয়ে ভিড়ে ঢুকে যাবেন: এক প্যাকেট লইট্যা শুঁটকি কিনে নিয়ে হানা দিবেন মার্কেটে। শুঁটকি হেটার্সরা সরে গেলে দেখবেন অর্ধেক ভিড় কমে গেছে৷
৮। জালনোট ছেড়ে দিবেন পাবলিকের মাঝে: পৃথিবী টাকার বশ। আপনি কিছু জালনোট জোগাড় করে পাবলিকের মাঝে ছড়িয়ে দেবেন, এরপর তারা টাকা টোকাতে ব্যস্ত হয়ে পড়বে, আপনি আরামসে শপিং সেরে ফেলবেন।
৯। গুজব রটিয়ে দেবেন অমুক দোকানে ডিস্কাউন্ট চলে: এক মার্কেটে ঢুকেই গুজব রটিয়ে দেবেন অমুক মার্কেটে আনলিমিটেড অফার চলে, জামা কিনলে জুতা ফ্রি এই টাইপ। অফারের লোভে পাবলিক চলে গেলে আপনার শপিং করে ফেলবেন।
১০। হেলমেট বাহিনী এদিকে আসছে: হেলমেট বাহিনীকে চেনে না আর ভয় পায় না এরকম মানুষ বাংলাদেশে নাই। তাই মার্কেটে ঢুকেই ভয়ার্ত মুখে বলুন, ‘ভাই, শুনলাম এইদিকে নাকি হেলমেট বাহিনী আসছে, আপনি জানেন কিছু?’