নিক জোনাসের মতো যদি বাংলাদেশের কোনো ছেলে বিয়ের আসরে বউকে দেখে কাঁদতো

২৩৭৯ পঠিত ... ১৭:৪৬, ডিসেম্বর ০৬, ২০১৮

বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা চলছিল বেশ কয়েক মাস ধরেই। অবশেষে ১ ডিসেম্বর খ্রিস্টান রীতিতে এবং ২ ডিসেম্বর হিন্দু রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় ভারতের যোধপুরে। এই তারকাযুগলের বিয়ের ছবি প্রকাশিত হবার পরপরই সাড়া পরে যায় অনলাইন দুনিয়ায়। তবে তাদের বিয়ের নানান আনন্দঘন ছবির মধ্যে একটি ভিডিও সবার বিশেষ নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, নিজের ব্রাইড অর্থাৎ প্রিয়াংকা চোপড়াকে বিয়ের আসরে (খ্রিস্টান রীতিতে) তার দিকে হেঁটে আসতে দেখে আবেগে কাঁদছেন নিক জোনাস।

আমাদের সমাজে বিয়ের আসরে পাত্রীর কান্না করাটাই যেন একটা রীতি। কোন বিয়েতে পাত্রী ঠিকমত কান্নাকাটি না করলেই বরং চারদিক থেকে প্রচণ্ড কানাঘুষা শুরু হয়ে যায়। কিন্তু যদি আমাদের দেশের কোন বিয়েতে পাত্রই কেঁদে ফেলত নিক জোনাসের মতো, তাহলে কী হতো? তাহলে কেমন সব কথা শোনা যেত চারদিক থেকে? এমনটাই ভেবেছেন নুসরাত মনীষা, আর সহায়তায় ছিলেন অরুন্ধতী প্রমা

 

 ১#

২#

৩#

৪#

৫#

৬#

৭#

৮#

৯#

১০#

১১#

১২#

২৩৭৯ পঠিত ... ১৭:৪৬, ডিসেম্বর ০৬, ২০১৮

Top