eআরকি বিশ্বকাপ সংলাপ : জার্মানি-কোরিয়া ম্যাচে যে আলাপ হয়নি

৯৩৯ পঠিত ... ১৫:০৮, জুন ২৮, ২০১৮

এ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি ঘটে গেছে, আগেই বিশ্বকাপের বাইরের পথ ধরা দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের অন্যতম সফল এই দলটির এমন অপ্রত্যাশিত বিদায়ে থমকে গেছে গোটা ফুটবল বিশ্বই! পুরো ম্যাচ জুড়ে জার্মানির নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে যেমন মুখ গোমড়া ছিল আমাদের জার্মানি সমর্থকদের, ম্যাচ শেষেও সবচেয়ে বড় ফেভারিট হিসেবে রাশিয়ায় আসা জার্মানি দল আর জার্মানি সমর্থকরা, সকলের মনেই নেমে আসে 'শক' এবং শোকের ছায়া। এদিকে ম্যাচের পর জয়ী কোরিয়া শিবিরেও দেখা গেছে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার বিষাদের ছায়া। এই তুমুল স্নায়ুচাপ এবং বিষাদময় মুহূর্তগুলোকে একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করেছে আমাদের সংলাপ গবেষক দল, ভাবতে চেষ্টা করেছে সেই আলাপগুলো, যেগুলো মাঠে অবশ্যই হয়নি!

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

 

৯৩৯ পঠিত ... ১৫:০৮, জুন ২৮, ২০১৮

Top