আকাশে বাতাসে শোনা যাচ্ছে সৌদি যাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু মেসি আর্জেন্টিনার না হয়ে যদি নোয়াখালীর মেসবাহ হতো তাহলে অকে এই কয়দিন এলাকায় হাঁটতে বসতে কী কী কথা শুনতে হতো তাই ভেবে দেখেছে eআরকি।
১#
কিও মিয়া, ডেট পইড়ছেনি? (কীরে, টিকিট হয়েছে?)
২#
এক সফর দি আসি বিয়া করিয়ালাইয়ো, আনডা মাইয়া চাইয়ের। (সামনের বার এসে বিয়ে করে ফেলবে। আমরা মেয়ে দেখছি।)
৩#
আংগো রফিক্কালাই এক বাকসা গেয়াস্টিকের অসুদ আর হেতের মা আঁস ভূনা করি দিবো। লই যাইস। (আমাদের রফিকের জন্য এক বক্স গ্যাস্ট্রিকের ঔষধ এবং ও আম্মা ওর জন্য হাঁস ভূনা করে দিবে। ওইগুলা নিয়ে যাবে)
৪#
য, আল্লার হাওলা। এক্কানা সেটেল অইলে আংগো হেতের লাই এককান ভিসা চাইও আরি। (যাও। আল্লাহ ভরসা। সেটেল হলে আমার ছেলের জন্য একটা ভিসা পাও নাকি দেখো।)
৫#
কত কত দিবো? খানা কি তোরনি? না মালিকের? থাকা কার?
৬#
য, ঠিকঠাক মতো বাইত টাকা হাডাইও। তোঁর আব্বা তোংগোরে লই কত কষ্ট কইচ্ছে। (যাও। ঠিকঠাকভাবে বাড়িতে টাকা পাঠিও। তোমার বাবা তোমাকে নিয়ে তোমাদের নিয়ে অনেক কষ্ট করেছে।)
৭#
ভিশার দাম কত হইটছে? প্লেন ভাড়া কি তোর নি? না এজেন্সি দিবো? (ভিসার দাম কত? বিমান ভাড়া কে দেবে? তুমি নাকি এজেন্সি?)