যে ৮টি আলামত দেখে বোঝা যায়, এবার কোপা আমেরিকা জিতবে আর্জেটিনা

২৫৩২ পঠিত ... ১৭:৫৮, জুন ১৫, ২০২১

এবারই শেষবার কোপা আমেরিকা খেলছেন মেসি। মেসির জন্য হলেও নিশ্চয়ই ট্রফিটা এবার জিততে চায় আর্জেন্টিনা দল ও সাপোর্টাররাও। তবে প্রতি টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনা ফ্যানরা কিছু আলামত দেখে থাকেন, যা দেখে বোঝা যায় এবার ট্রফি আর্জেন্টিনাই জিতবে। আমরাও খুঁজে পেয়েছি এমন দুই হালি আলামত। যারা বিশ্বাস করেন না যে আর্জেন্টিনা ট্রফি জিততে পারে, আপনাদের জন্য সেসব আলামত পেশ করা হলো।

jeshob-alamot (1)

১# টি-টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের শুরুর কয়েক আসরে যে দল রানার্সআপ হতো, পরের আসরে তারাই চ্যাম্পয়ন হত। গতবার আর্জেন্টিনা চিলির সাথে হেরে রানার্সআপ হয়েছিলো, বুঝতেই পারছেন... এবার তারাই চ্যাম্পিয়ন হবে।

২# এক আর্জেন্টিনা ভক্তের স্বপ্নে পাওয়া তদবিরে দেখা গেছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ ড্র করলে আর্জেন্টিনা ৮০ ভাগ ক্ষেত্রে ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।

৩# গফরগাঁওয়ের উল্লাপাড়া 'আর্জেন্টিনা বনাম ব্রাজিল' ম্যাচে আর্জেন্টিনা হেরে গেছে। এর আগে ১৭৮৮ সালে এমনটা ঘটেছিলো। সেবার কোপায় চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা।

৪# সূত্রাপুর ভূতের গলির আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক গবেষণায় দেখা গেছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেসি গোল পেলে সেই টুর্নামেন্ট আর্জেন্টিনা জিতেছে ৯৬ শতাংশ ক্ষেত্রে।

Argentina

৫# শচীনের শেষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল জিতেছিলো ভারত। চারদিকে কানাঘুষা আছে, এটা আর্জেন্টাইন কিংবদন্তি মেসির শেষ কোপা। আর্জেন্টিনার কোপা জেতার সম্ভাবনা আছে এখানেও।

৬# ডিপিএলে আবাহনী বনাম মোহামেডান ম্যাচে স্ট্যাম্প তুলে আছাড় মেরেছিলো সাকিব আল হাসান। বাংলাদেশের কোন সুপার স্টার স্ট্যাম্প আছাড় মেরেছেন এমন বছরে আর্জেন্টিনা কখনো রানার্সআপ হয়নি।

৭# নোয়াখালীর সোনাইমুড়ির আর্জেন্টিনার পাগলা ফ্যান আমের আঁটির মধ্যে আর্জেন্টিনার নাম দেখেছেন। এটি আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন হওয়ার স্পষ্ট আলামত।

৮# মেসি এবার ক্লিন শেভ করে ফেলেছেন। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট বিশ্বকাপ জেতার পরে মাথা ক্লিন শেভ করে ফেলেছিলেন। মেসি জাস্ট আগে করলেন। তাই আর্জেন্টিনার এবার জয় খুবই কনফার্ম!

বোনাস: বাংলাদেশের এক জায়গায় কাঁঠালের গায়েও দেখা গেছে আর্জেন্টিনার পতাকা! এত বড় আলামত আরেকটা দেখাইতে পারবেন?

২৫৩২ পঠিত ... ১৭:৫৮, জুন ১৫, ২০২১

Top