কাপ ধরতে রিয়াল মাদ্রিদের যে তথ্যগুলো জানা অবশ্যই প্রয়োজন

৩৭৭ পঠিত ... ১৬:৩০, মে ০৮, ২০২৩

কাপ-ধরতে-রিয়াল-মাদ্রিদের-যে-তথ্যগুলো-জানা-অবশ্যই-প্রয়োজন

দুই দিন আগে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পরে আবার একবার এই গেল রিয়াল মাদ্রিদের ঘরে। 

এর আগে একবার উদযাপন করতে নিয়ে দোতলা বাস থেকে কোপা দেল রে কাপটি ক্লাবের তৎকালীন খেলোয়াড় সার্জিও রামোস এর হাত থেকে পরে গিয়ে কাপটি ক্ষতিগ্রস্ত হয়। এবারে যেন এরকম অনাকাঙ্ক্ষিত না হয় যে জন্যে earki টিম এর পক্ষ থেকে রইলো কিছু টিপস।

 

১# বেঞ্জেমা অ্যান্ড কোং চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারে, যাতে হাত ঘেমে পিচ্ছিল হয়ে গেলে হাত থেকে কোপা দেল রে কাপ পড়ে না যায়। 

২# কাপ ছাড়া সেলিব্রেশনে গেলেই হয়৷

৩# স্পেন সরকার কর্তৃক সেলিব্রেশন বাস চলার পথে অভিকর্ষন ত্বরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে৷ আর নিষেধাজ্ঞা আরোপের জন্য সাউথ এশিয়ার দেশগুলো থেকে সাহায্যও নেয়া যেতে পারে৷

৪# যেহেতু বার্সেলোনা সবচাইতে বেশি ৩১ বার এই কাপ জয় করেছে তাই রিয়াল মাদ্রিদের যে সকল খেলোয়াড়ের সাথে বার্সার প্লেয়ার দের সম্পর্ক ভাল তাদের সাথে রিয়াল টিম যোগাযোগ করতে পারে যে জিতে যাওয়া কাপ কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। 

৫# হোটেলে যেসব বেয়ারারা একহাতে অনেকগুলো থালা বাসন নিয়ে যায়, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা চাইলে ফুড ব্লগ থেকে তাদের ফুটেজ সংগ্রহ করে দেখতে পারে। এতে করে ১৫ কেজি ওজনের এই কাপটি সামলানোর ব্যাপারে রিয়াল প্লেয়াররা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবে।

৬# যেহেতু কাপটি বেশ ভারি (১৫ কেজি) সেহেতু প্লেয়াররা কয়েকদিন ভার উত্তোলন তথা ওয়েট লিফটিং এর প্র্যাকটিস করতে পারে।

৭# বাংলাদেশে ছেলে মেয়েরা একটু ব্যলেন্স হারিয়ে ফেললেই বাপ-মা একটু ধমকে দেন। সুতরাং বাসের উপরে যখন পুরো টিম সেলিব্রেশন করতে উঠবে তখন তাদের সাথে একজন বাংলাদেশি সচেতন বাপ মা থাকলেই হবে। কাপ নিয়ে মাত্রাতিরিক্ত পাগলামি করতে নিলেই তারা বকা দিয়ে বলে উঠবেন ‘এ ভিনি! এই! তোর মইধ্যে কি আজকে বান্দরের লেজ গজাইসে নাকি? এত নড়াচড়া করছিস কেন? কাপটা হাত থেকে পরলে হয়। আজকে তোর রাতের খাওয়া বন্ধ।‘

৮# তবে হ্যাঁ বাংলাদেশী বাবা মাদের কথা অনুবাদ করে দেয়ার জন্যে বাসে একজন দোভাষী রাখা জরুরি।

৩৭৭ পঠিত ... ১৬:৩০, মে ০৮, ২০২৩

Top