উপরের ছবিটি মূলত ফুটবল খেলার অফসাইড সিচুয়েশন বোঝায়। তবে যারা কখনো ফুটবল খেলা দেখেনি বা বোঝে না, তারা এই ছবিটি দেখে কী ভাববেন? জানিয়েছেন eআরকি করি গ্রুপের ফুটবল বিশেষঅজ্ঞরা...
১# মাঠের একপাশের দূর্বা ঘাসে কালো-পচানী রোগে ধরসে। তাই ঘাস কালো দেখাচ্ছে। (সাইদুর রহমান)
২# এক পাশে স্টেডিয়ামের ছায়া পড়ছে। (মোহাম্মদ ফিরোজ)
৩# এই জমিটা একজনের না। কমপক্ষে দুইজনের। আলাদা আলাদা মাটির কালার। আর মাঝের আইলটা বড় করে দেওয়া উচিত ছিল। (হাসাম রহমান মারজান)
৪# রোদ থেকে বাচতে সবাই ছায়ার দিকে দৌড়াচ্ছে। (হাসিনুর সিদ্দিক)
৫# মনে হয় চার হবে। কিন্ত ব্যাটসম্যান কে? (নিশান)
৬# না বোঝার কি আছে, একপাশে দিন আরেকপাশে রাত! এটাই মেবি ডে-নাইট ক্রিকেট ম্যাচ। (সুমাইয়া কাফী লিজা)
৭# তিতলির প্লেন উড়ে যাচ্ছে।তার ছায়া পড়ছে। (ফেরদৌস মুরসালিন রুপস)
৮# আমি নিশ্চিত, ছক্কা হবে। (মহিউদ্দিন রনি)
৯# এক সাইডে ফেয়ার এন্ড লাভলী মাখছে, এক সাইডে মাখে নাই। (নবরুপি আলো)
১০# ১০০ মি স্প্রিন্ট হচ্ছে। জার্সি দেখে মনে হচ্ছে দলগত। অলিম্পিকের নতুন ইভেন্ট মনে হয়। (রিফাত রহমান)
বোনাস: মনে হচ্ছে অফসাইড হবে। কিন্তু কাবাডি খেলায় অফসাইডের নিয়ম কবে থেকে যোগ হলো?