যারা কখনো ফুটবল খেলা দেখেনি, তারা এই ছবিটি দেখে যা বুঝবে

৩০১৪ পঠিত ... ১৮:৩৩, জানুয়ারি ০৯, ২০২১

offside

উপরের ছবিটি মূলত ফুটবল খেলার অফসাইড সিচুয়েশন বোঝায়। তবে যারা কখনো ফুটবল খেলা দেখেনি বা বোঝে না, তারা এই ছবিটি দেখে কী ভাববেন? জানিয়েছেন eআরকি করি গ্রুপের ফুটবল বিশেষঅজ্ঞরা...

football offside-min 

১# মাঠের একপাশের দূর্বা ঘাসে কালো-পচানী রোগে ধরসে। তাই ঘাস কালো দেখাচ্ছে। (সাইদুর রহমান)

২# এক পাশে স্টেডিয়ামের ছায়া পড়ছে। (মোহাম্মদ ফিরোজ)

৩# এই জমিটা একজনের না। কমপক্ষে দুইজনের। আলাদা আলাদা মাটির কালার। আর মাঝের আইলটা বড় করে দেওয়া উচিত ছিল। (হাসাম রহমান মারজান)

৪# রোদ থেকে বাচতে সবাই ছায়ার দিকে দৌড়াচ্ছে। (হাসিনুর সিদ্দিক)

৫# মনে হয় চার হবে। কিন্ত ব্যাটসম্যান কে? (নিশান)

৬# না বোঝার কি আছে, একপাশে দিন আরেকপাশে রাত! এটাই মেবি ডে-নাইট ক্রিকেট ম্যাচ। (সুমাইয়া কাফী লিজা)

৭# তিতলির প্লেন উড়ে যাচ্ছে।তার ছায়া পড়ছে। (ফেরদৌস মুরসালিন রুপস)

৮# আমি নিশ্চিত, ছক্কা হবে। (মহিউদ্দিন রনি)

৯# এক সাইডে ফেয়ার এন্ড লাভলী মাখছে, এক সাইডে মাখে নাই। (নবরুপি আলো)

১০# ১০০ মি স্প্রিন্ট হচ্ছে। জার্সি দেখে মনে হচ্ছে দলগত। অলিম্পিকের নতুন ইভেন্ট মনে হয়। (রিফাত রহমান)

বোনাস: মনে হচ্ছে অফসাইড হবে। কিন্তু কাবাডি খেলায় অফসাইডের নিয়ম কবে থেকে যোগ হলো?

৩০১৪ পঠিত ... ১৮:৩৩, জানুয়ারি ০৯, ২০২১

Top