জীবনের সাথে রাজনীতি মেশান (ভিডিও)

২৫০ পঠিত ... ২০:২১, এপ্রিল ২৬, ২০২৩

Biyer-sathe-rajniti (1)

আমাদের দেশের বিয়েতে শরবতে মরিচের গুড়া মিশিয়ে দেয়ার একটা ঐতিহ্য আছে। নতুন জামাইকে একটু ঠাট্টা-মশকরার মাধ্যমে অভ্যর্থনা জানানোর জন্য এই কাজটি করে নতুন শ্যালক-শ্যালিকারা। মাহমুদুল হাসান ও সুমাইয়া আফরিনের বিয়েতে এমন শরবতে মরিচের গুড়া মেশানোর ঘটনা ঘটেছে কি না জানি না, তবে তারা বিয়েতে আস্ত রাজনীতি মিশিয়ে ফেলেছেন।

ঝিনাইদহে অনুষ্ঠিত এক বিয়েতে নবদম্পতি তাদের নতুন জীবনের শুরুটা করেছেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়ে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই, খাদিজার মুক্তি চাই লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে বিয়ের স্টেজে উঠে অভিনব এই প্রতিবাদ করেন তারা।
 
উল্লেখ, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গত ৮ মাসের বেশি সময় ধরে জেলে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুববা।
 
হ্যাঁ, রাজনীতি মানুষের জীবনে ঠিক এতোটাই গুরুত্বপুর্ণ! যে রাজনীতি আমাদের নিয়ন্ত্রণ করে সেই রাজনীতি আমরা সব জায়গায় মেশাবো। বিয়েতে, গায়ে হলুদে, খেলায়, সিনেমায় কিংবা নাটকে।
 
চলুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী সুমাইয়া আফরিনের মতো আমরাও জীবনের সাথে রাজনীতি মেশাই।
২৫০ পঠিত ... ২০:২১, এপ্রিল ২৬, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top