স্প্যানিশেও দখল আছে কালু মিয়ার

২১২২ পঠিত ... ১৫:৫৭, এপ্রিল ০৩, ২০২৩

কিছুদিন আগে আব্দুল কালু নামের এক লোককে বাংলাদেশে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান ফুডভ্লগারের ভ্লগে দেখা যায়। ভ্লগে তিনি অস্ট্রেলিয়ান ফুডভ্লগারের সাথে ইংরেজিতে কথা বলছিলেন ও নানান দিক-নির্দেশনা দেয়ার চেষ্টা করছিলেন। একসময় এই ভ্লগারের কাছে সাহায্য চান কালু মিয়া। ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কালু মিয়া নামক এই ব্যক্তিকে নিয়ে হয় নানা ধরনের মিম।

স্এপই ভিডিও ভাইরাল হওয়ার পর রাহিদ রনি নামের একজন ফেসবুকার কথা বলেন কালু মিয়ার সাথে। রাহিদ রনির এই ভিডিও থেকে কালু মিয়া সম্পর্কে জানা যায় নানান মজার তথ্য।

কালু মিয়ার বাড়ি ফরিদপুর। থাকেন বাংলা মোটরে। তিনি ৩০-৪০ বছর ধরে সোঁনারগা হোটেল, শেরাটন হোটেলের সামনে বিদেশি পর্যটকদের দোভাষী হিসেবে কাজ করেন। কখনও কখনও ট্যুরিস্টদের শহর ঘুরে দেখান, কেনাকাটা করতে সাহায্য করেন।

ছোটবেলা থেকে বিদেশিদের সাথে ভালো সখ্যতা কালু মিয়ার। থাকতে থাকতেই শিখেছেন নানা দেশের ভাষা। কালু মিয়ার দাবি, স্প্যানিস, মালয়, জার্মানসহ মোট ২৭টি ভাষা জানেন তিনি। কোনোটা একটু কম জানেন, কোনোটা মোটামুটি। যেটুকুই পারেন সেটুকু দিয়েই বিদেশিদের সাথে কথা চালিয়ে যেতে পারেন কালু চাচা।

২১২২ পঠিত ... ১৫:৫৭, এপ্রিল ০৩, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top