বাংলা ভাষায় ক্রীড়া ধারাভাষ্যকে অচেনা এক স্থানে নিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া যাত্রাপালার 'প্রম্পটিং'কে ইম্প্রোভাইজ করে আবারও সবার কাছে জনপ্রিয় করে তোলার পেছনে একাই যে মানুষটি দিনের পর দিন কথা বলে গেছেন তিনি আমাদের সবার প্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি। কেউ কেউ ধারণা করেন, জাতীয় ক্রিকেট কিংবা ফুটবল দলেরও কোন কোন খেলোয়াড়ের চেয়েও তার জনপ্রিয়তা বেশি। দুই দশকেরও বেশি সময় ধরে ধারাভাষ্যের একটি নতুন ধারা সৃষ্টি করা এই লোকটিকে যুগ যুগ ধরে 'কপি' বা নকল করতে চেয়েছে বাংলার অগণিত মানুষ। একই পথের পথিক হয়ে চৌধুরী জাফরউল্লাহ শরাফতের অনুকরণ করেছেন অনুজ শরীফ।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন