হুমায়ূন আহমেদকে নিয়ে গাওয়া ৮টি গান

২০০৬ পঠিত ... ১৬:১৯, নভেম্বর ১৪, ২০১৭

হুমায়ূন আহমেদ অসম্ভব রকমের গান ভালোবাসতেন। তার প্রমান আমরা বহুবার বহুভাবে পেয়েছি। তার নাটক ও সিনেমার মাধ্যমেও তিনি অনেক গান জনপ্রিয় করে রেখে গেছেন। নিজেও লিখেছেন অসংখ্য গান। এই গানপ্রেমী লেখক মারা যাওয়ার পর তাকে নিয়ে রচিত হয়েছে অনেক গান। সেসব গান লিখেছে ও গেয়েছে ভক্তরা। সেসব থেকে বাছাই করে ৮টি গান এখানে দেওয়া হলো। এর বাইরে আরও ভালো কোনো গানের খোঁজ পেলে আমাদের জানান, আমরা এই তালিকায় যোগ করে নেবো।     

 

হুমায়ূন আহমেদ : কবীর সুমন

শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে, তাকে ভাবলেই কাহিনিরা ভিড় করে। সেই সব ভিড় করা কাহিনি নিয়েই গান করেছেন কলকাতার শিল্পী কবীর সুমন-- 

 

গল্পের জাদুকর : চমক হাসান

মিসির আলী আর খুলবেন না নতুন রহস্যের জট। হিমু আর আসবে না অপেক্ষমান রূপার কাছে। আর সৃষ্টি হবে না হুমায়ূন আহমেদের নতুন কোনো গদ্য। গল্পের জাদুকর বরং শান্তিতে ঘুমাক, এমনটাই চাওয়া চমক হাসানের--

 

কারিগর : অশ্রুত

সেই ছোট্টবেলায় বইমেলা যাবার স্মৃতি থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছেন হুমায়ূন আহমেদ। তাই ব্যক্তি হুমায়ূনের মৃত্যুর পর তাকে ঘিরে স্মৃতিকাতর ব্যান্ড অশ্রুতর গান--

 

হুমায়ূন : পপাই

ব্যান্ড পপাই হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়েছে তাঁর অমর উপন্যাসগুলোর নাম জড়িয়ে--

 

হিমু হতে চায় : রশীদ খান

হুমায়ূন আহমেদ চলে গেছেন পাঁচ বছর আগে। তবু আজো এ শহর হিমু হতে চায়, খুঁজে বেড়ায় নীলপদ্ম। রূপার নীল শাড়ির আকুতি কমেনি একবিন্দু, দিয়াশলাইয়ের দাম এখনও এক টাকাই। এই নিয়ে গেয়েছেন রশীদ খান--

 

হুমায়ূন : শাইখ সালেকীন

প্রিয় মানুষ হুমায়ূন আহমেদ হারিয়ে গেছেন অজানায়। খোলা আকাশের নিচে তাকিয়ে ঈশ্বরের কাছে জীবিত হুমায়ূনকে ফিরিয়ে দেবার আকুতি শাইখ সালেকীনের--

 

শুধু নেই হুমায়ূন : মৃদুল আহমেদ

চাঁদটা তার আলো বিলিয়ে যাচ্ছে, ঝাউবনে ছেয়ে আছে রাস্তা, শুধু নেই হুমায়ূন। নুহাশ পল্লীর দুশ্যপটে সেই না থাকার হাহাকার তুলে ধরেছেন মৃদুল আহমেদ--

 

তুমি নেই তুমি আছো : সুমন কল্যাণ

তুমি নেই তুমি আছো, আজ কত রকম জল্পনা, তুমি এসে দাও না বলে, এ সবই তো কল্পনা। নবাব আমিনের কথায় গানটি গেয়েছেন সুমন কল্যাণ--

২০০৬ পঠিত ... ১৬:১৯, নভেম্বর ১৪, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top