কখনো কি জনপ্রিয় গানগুলোর বিট খেয়াল করেছেন? আপনি না করলেও ঝাকানাকা প্রজেক্টের রাবা খান করেছেন। তিনি এড শিরানের জনপ্রিয় 'শেপ অব ইউ' বিট খেয়ালে রেখে গেয়েছেন জনপ্রিয় ১০ বাংলা গান ও জিঙ্গেল। এতে বেদের মেয়ে জোৎস্না যেমন আছে তেমনি আছে লোকাল বাস, কৃষ্ণ আইলা রাঁধার কুঞ্জে...। এত দারুণভাবে এই বিটে এই গানগুলো মিলে যায় জানতেন আগে?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন