ক্যামেরাম্যান সামনে এলেই বাড়ছে ঝাড়ুর শোভা, কাণ্ড দেখে এডিস মশা খাড়ার উপর বোবা

৫৭৬ পঠিত ... ২১:৫৮, আগস্ট ০৬, ২০১৯

 

ঝাড়ু তো নয় সস্তা যেমন নারিকেলের ছোবা
নায়িকাদের হাতে এখন ঝাড়ুরা পায় শোভা।

মন্ত্রী, মেয়র যোগ দিয়েছে ঝাড়ুদারের দলে
ঝাড়ুর কদর বাড়ল তাঁদের এক্টিভিটির ফলে।

ময়লা ফেলে মারছে ঝাড়ু, উড়ছে পথের ধূলো
সেসব ছবির প্রচারণায় দুষ্ট খবিসগুলো।

ক্যামেরাম্যান সামনে এলেই বাড়ছে ঝাড়ুর শোভা
কাণ্ড দেখে এডিস মশা খাড়ার উপর বোবা।

ঝাড়ু অনেক শক্তিশালী, ঝাড়ুর অনেক শলা
ঝাড়ু দেয়ার বিপক্ষে তাই কঠিন কিছু বলা।

ঝাড়ু হাতে আমিও চাই ঐতিহাসিক হতে 
তাই তো আমি গা ভাসালাম ঝাড়ুদারের স্রোতে!

ঝাড়ু দেওয়ার জন্য যখন তৈরি পুরো জাতি
তুমি আমি সবাই চলো ঝাড়ুর খেলায় মাতি। 

৫৭৬ পঠিত ... ২১:৫৮, আগস্ট ০৬, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top