মিরপুরে থাকো? সত্যি বলছ? থাকো নাকি মিরপুরে?
যেখানে মানুষ স্বপ্নে বিভোর মতিঝিলে যাবে উড়ে?
যেখানে মাথার উপরে মেট্রো, মাটি খোঁড়া, মাটি চষা?
যেখানে পথের পুরোটাই জুড়ে সারি সারি বাস বসা?
যেখানে মানুষ ভাবে যানজট, আসলে গাড়িরা মৃত?
যেখানে মানুষ স্টেডিয়াম পেয়ে মুগ্ধ ও বিস্মিত?
যেখানে মানুষ চিড়িয়া রাখতে গড়েছে চিড়িয়াখানা?
যেখানে গাড়িতে আগুন ধরালে পুলিশ করে না মানা?
যেখানে অফিসে রওনা দিচ্ছে মাঝরাতে ব্যাটাছেলে?
যেখানে বেগুনি রশ্মি ঢোকে না ধুলোর প্রলেপ ঠেলে?
যেখানে সবার চামড়ার উপরে ধুলোর প্রলেপ পুরু?
যেখানে বৃষ্টি হলেই সাগর, সাঁতরানো হয় শুরু?
যেখানে মানুষ প্যান্ট পরা বলে মারতে পারে না কাছা?
আবার বলো তো! সত্যি বলছ? মিরপুরে থাকো বাছা?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন