রক্ত যাবে না বৃথা

৪৪০ পঠিত ... ০০:১১, মার্চ ২০, ২০১৯

 

 

আহাজারি করে যতই কাঁদুক

তোমার মাতা বা পিতা

রাজপথে তুমি প্রাণ দান কর,

রক্ত যাবে না বৃথা।

 

মরিলে তোমার নামটা লিখিব

মাথার উপরে, ব্রিজে।

তোমাকে মারিতে সব বাস রেডি,

বাঁচিতে পারিবে নিজে?

৪৪০ পঠিত ... ০০:১১, মার্চ ২০, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top