এই দেশে ক্যান জন্ম নিলাম?

১৬৯৫ পঠিত ... ২২:৩৬, জুলাই ৩১, ২০১৮

কার্টুন: মেহেদী হক 

এমন দেশটি কোত্থাও নেই,

লাগতে পারেন বাজি

মানুষ মারে বাসের চালক,

হাসতে থাকে মাঝি।

 

রোডের মালিক কয় না কথা,

নদীর মালিক বলে-

এক ধাক্কায় তেত্রিশজন

না মরলে কি চলে?

 

পুলিশ এসে লাশকে পিটায়

বাসকে বলে, চালা!

যে ঝরাবে রক্ত বেশি

তাঁর গলাতেই মালা!

 

কাদের স্যারের মুখ বন্ধ,

দন্ত দেখায় খানে

এই দেশে ক্যান জন্ম নিলাম?

উপরঅলা জানে।

১৬৯৫ পঠিত ... ২২:৩৬, জুলাই ৩১, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top