মেয়রের থেকে সুখে থাকে সব মেথরে

২৯৬ পঠিত ... ১৩:১৪, জুলাই ৩০, ২০১৯

 

হ্যালো হ্যালো, শুনছেন? আতিকুল ভাই গো!
ইজ্জত নিয়া বাঁচা এ কপালে নাই গো!

মনটা ভরিয়া আছে হতাশায়, বিষাদে
ফগার লইয়া নামি, বোঝেন না কী সাধে!

ঘরে ঘরে দ্বারে দ্বারে এডিসের লার্ভা
আমাকে সকলে বলে, 'তুমি নিজে মারবা!'

আরে বাবা! আমি কেন? নিজে নিজে মারো না!
আমি কার ছেলে সেটা আছে নাকি ধারণা!

স্যুট পরে কেউ বুঝি নামে নর্দমাতে!
মেয়র হওয়ার শোক পারছি না কমাতে।

মেয়রের থেকে সুখে থাকে সব মেথরে
থাকব না আমি আর এসবের ভেতরে।

জীবন দুর্বিষহ পচা গালাগালিতে। 
আপনি কোথায় ভাই? হ্যালো! মশাখালীতে? 

 

২৯৬ পঠিত ... ১৩:১৪, জুলাই ৩০, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top