মধ্যরাতে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য বাজারে আসলো অ্যালার্ম লীগ

১৫৩ পঠিত ... ১৪:০৪, মে ১৮, ২০২৪

2

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্‌শ হলে মধ্যরাতে এক শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে ছাত্রলীগের নেতা–কর্মীরা আসন থেকে বিছানাপত্র নামিয়ে দিয়েছেন। গতকাল বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর ছাত্রলীগের এক ভুয়া ফেসবুক আইডি থেকে জানানো হয়, শুধু আসন থেকে বিছানাপত্র নামানোই নয়, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রলীগ এখন মধ্যরাতে অ্যালার্ম লীগ হিসেবে কাজ করবে।

তাদের ভুয়া মেসেজ পাওয়ার পরপরই আমাদের প্রতিবেদক নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতার সাথে কথা বলে। তিনি আমাদের প্রতিবেদককে আশ্বাস দেন, ছাত্রলীগ জনগণের লীগ। এটা জনগণ এবং ছাত্রদের উপকারেই কাজে আসবে। আমরা দেখেছি, হাজার হাজার ছাত্র-ছাত্রীরা অ্যালার্মের জন্য জীবনে পিছিয়ে পড়ছে। অ্যালার্ম শুনে ঘুম ভাঙে না দেখে কারও মিস হচ্ছে সকাল ৮টার ক্লাস, কেউ হয়তো পড়তে পারছে না তাহাজ্জুদ, কেউ আবার সকালে সময়মতো যেতে পারছে না পরীক্ষার হলে। আমরা ছাত্রদের এমন দুর্দশা দেখতে পারতেছি না। এজন্য আমরা এখন মধ্যরাতে কনভার্টার ব্যবহার করে ছাত্রলীগ থেকে অ্যালার্ম লীগে কনভার্ট হয়ে যাব।  

নেতার সাক্ষাৎকারের পরপরই পাশ থেকে এক সহ-সভাপতি জানালেন, আমরা প্রতিরাতে আমাদের নেতার দেখিয়ে দেয়া পথে অ্যালার্ম দেয়া শুরু করব। যে ছাত্রটা তাহাজ্জুদ পড়বে প্রথমে তাকে ডাকব, ডেকে ওঠাতে না পারলে তার গায়ে পানি ঢেলে দেব, তাও যদি না ওঠে তাহলে তার বিছানাপত্রসহ তাকে উঠিয়ে দেব। এভাবে করে আমরা প্রতিটা ছাত্রদের পাশে থাকব। যার যখন অ্যালার্ম লাগবে সে আমাদের জানিয়ে রাখবে আমরা ডেকে দিয়ে আসব।

১৫৩ পঠিত ... ১৪:০৪, মে ১৮, ২০২৪

Top