চলে আসলো রমজান৷ অন্যান্য অঞ্চলের মানুষের শরবত নিয়ে চিন্তা থাকলেও, চট্টগ্রামবাসী একদমই এই চিন্তা করছেন না। কারণ তাদের জন্য রয়েছে এস আলমের চিনি সংবলিত কর্ণফুলীর পানি। জানা গেছে, কিছুদিন আগে আগুন লাগা এস আলমের চিনিকলের চিনি গিয়ে কর্ণফুলীর পানি আর পানি নেই। হয়ে গেছে শরবতের নহর। পাশাপাশি চিনিকলের বর্জ্য পড়ে মৃত মাছ, মৃত সামুদ্রিক প্রাণীর জলজ আমিষও রয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এস আলমের এক ফেক কর্মকর্তা আমাদের বলেন, 'আমরা চাইলে এমন শরবতের জন্য টাকা-পয়সা নিতে পারি। কিন্তু নেব না। চট্টগ্রামবাসীর শরবত ও আমিষের চাহিদা—দুইটাই আমরা মেটাচ্ছি৷'
এস আলম গ্রুপের এমন মহানুভবতার প্রশংসা করেছেন চট্টগ্রামবাসী। এমনই এক চট্টগ্রামবাসী বলেন, 'ওনারা অনেক ভালো কাজ করেছেন। কিন্তু কী মাটির মানুষ দেখেন, ট্যাকা-পয়সাও চাইতেছে না। তবে না চাইলেও সরকারের উচিত ওনাদেরকে আরও কিছু টাকা ছাপিয়ে দেয়া।‘