খেজুর কেনার জন্য বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে তিন মাসের কিস্তিতে পরিশোধযোগ্য লোন

১৯২ পঠিত ... ১৬:৩০, মার্চ ১০, ২০২৪

423737668_363880536525453_2334405036793665499_n

সুখবর! সুখবর! সুখবর! দামবৃদ্ধির এই বাজারে, খেজুরের দাম আকাশছোঁয়া। ইফতারে খেজুর খাওয়া এখন স্বপ্নের মতো। নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্তদের কাছে খেজুর এখন এক স্বপ্নের নাম। মাসের পর মাস টাকা সঞ্চয় করলে যেন দেখা মিলবে একটু খেজুরের। আপনাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক। ব্যাংকগুলো থেকে দেয়া হবে তিন মাসব্যাপি পরিশোধযোগ্য লোন। সেটাও শুধুমাত্র, খেজুর কেনার জন্য।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংকের এমডি আমাদের জানালেন, ‘রমজান মাসে খেজুর ছাড়া চলবে নাকি! যেভাবেই হোক, রমজান মাসে খেজুর সবার চাই-ই চাই। একদল খেজুর খাবে অন্যদল তাকিয়ে তাকিয়ে দেখবে, এমন তো হয় না। তাই আমরা রমজান স্পেশাল লোনের ব্যবস্থা করেছি। এই লোন নিলে আপনি পুরো রমজানের জন্য ২ কেজি খেজুর কিনতে পারবেন। তারপর আমাদের তিন মাসে সেটা পরিশোধ করে দিলেই হবে।‘

এমন লোনের ব্যবস্থার কথা জানাজানি হলে সবার মুখেই হাসির আভাস দেখা গেল। একজন জানালেন, ‘আমি তো ভেবেছিলাম এবার বরই খেয়েই রোজা কাটাতে হবে। কোনো আশার আলো না দেখে বরইয়ের দাম বাড়ার আগে, ৩ কেজি বরই কিনে স্টকও করে রেখেছিলাম। তবে, এখন স্বস্তি লাগছে।‘

১৯২ পঠিত ... ১৬:৩০, মার্চ ১০, ২০২৪

Top