লম্বা ছুটির পর অফিসে ফিরে ভুলে বসকে বাবু ডেকে বসলেন নোয়াখালীর নাজমুল

৫৭৮ পঠিত ... ১৪:২৪, এপ্রিল ২৭, ২০২৩

Boss-ke-babu

এবার ইদে সবাই পেয়েছেন টানা ৫ দিনের ছুটি। এরমধ্যে সামনে বৃহস্পতি আর শুক্রবার থাকায় অনেকেই নানান অজুহাতে বাড়িয়ে নিয়েছেন ছুটি। ছুটি বাড়িয়ে বিভিন্ন কথার সম্মুখীন হওয়া ছাড়াও এবার বিরাট সমস্যায় পড়লেন নোয়াখালীর নাজমুল। ভুলে অফিসে ফিরে বসকে ডেকে বসলেন বাবু।

 

নাজমুলের এমন কাণ্ডে পুরো অফিসেই চলছে কথাবার্তা। স্মোকিং জোনে বসা তারই দুইজন সহভাইয়ের কথা থেকে জানা গেল, ‘নাজমুল সদ্যই বিবাহ করেছেন। বিয়ের পর বউ এর ভালোবাসা ছাড়া তিনি চোখে আর কিছুই দেখেন না। একদিনের ছুটি পেলেও সব ফেলে বাড়ি চলে যান। এবারে তো পেয়েছিলেন ৬ দিনের ছুটি তাই এই হাল। সারাদিন বউ-এর পেছনে বাবু বাবু করে ভুলেই বসেছেন কোনটা বস আর কোনটা বউ।‘

নাজমুল লজ্জায় আমাদের সামনে আসতে না চাইলেও আমরা জোর করে তার সাথে কথা বলেছি। তিনি লজ্জায় লাল হয়ে আমাদের বলেছেন, ‘দুইটা কথা মনে রাখবেন, বাসায় আমার সদ্য বিয়ে করা বউ আছে। আরেকটা কথা, মানুষ মাত্রই ভুল হয়।‘  

তবে অফিসের এক গোপন সংবাদদাতার মাধ্যমে জানা গেল, ‘নাজমুলের অফিসের বস একা একা এক কোণায় বসে কান্না করছেন। তার এই কান্নার কারণ হচ্ছে, দীর্ঘ জীবনে এই প্রথম তাকে কেউ বাবু ডেকেছে!’

৫৭৮ পঠিত ... ১৪:২৪, এপ্রিল ২৭, ২০২৩

Top