প্রোফাইলে বরফের ছবি দিলে কমে যাচ্ছে গরম বলছে গবেষণা

২৯৮ পঠিত ... ১৫:১৭, এপ্রিল ১৭, ২০২৩

Borofer-chobi

নিজের ফেসবুক প্রোফাইলে বরফের ছবি দিলে নিমিষেই কমে যাচ্ছে গরম। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য। বাংলাদেশ গরম গবেষণা কেন্দ্র (বাগগকে) এর এক গবেষক গরম কমানোর গবেষণার এক পর্যায়ে নিজের প্রোফাইলে বরফের ছবি দিলে তার গরম লাগা কমে যায়। পরবর্তীতে আর্কিমিডিসের মতো ইউরেকা ইউরেকা বলে চিৎকার দিয়ে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সেই গবেষকের সাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হলে তিনি বলেন, ‘টিনের চালে ক্রো আমি তো অবাক ব্রো! গরম কীভাবে কমানো যায় সেটি নিয়ে গবেষণা করতে গিয়ে আমাদের পায়ের ঘাম মাথায় উঠে গিয়েছিলো। কিন্তু, কোনোভাবেই গরম কমাতে পারছিলাম না। অবশেষে হুট করে একদিন শখের বশে প্রোফাইলে বরফের ছবি দিলাম। মনে হচ্ছিলো, আমার আশেপাশে স্নোফল হচ্ছে। আশা করছি আমার এই আবিষ্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে। পাশাপাশি গাছ কাটা নিয়েও কেউ বেশি কিছু বলতে পারবে না।‘

প্রোফাইলে বরফের ছবি দিয়ে উপকার পাওয়া এমন এক ভাই আমাদের বলেন, ‘গবেষক ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো। ভাই আমার এসি কেনার খরচটা বাঁচিয়ে দিলো। গরম শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আর এই প্রোফাইল পাল্টাচ্ছি না। ভাইয়ের কাছে আবেদন রইলো, শীতের দিনে প্রোফাইলে আগুনের ছবি দিলে শীত কম লাগবে এমন কোনো তত্ত্ব যদি আবিষ্কার করতে পারেন তাহলে খুব উপকার হবে।‘

২৯৮ পঠিত ... ১৫:১৭, এপ্রিল ১৭, ২০২৩

Top