সূর্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিল জেন-জিরা

১০৫ পঠিত ... ১৫:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৪

17

দেশ থেকে স্বৈরাচার চলে গিয়েছে। আমরা স্বৈরাচারহীন এক বাংলাদেশ পেয়েছি। এখানে ঘরে ঘরে সমন্বয়ক কিন্তু কোথাও কোনো স্বৈরাচার নেই। স্বৈরাচারহীনতার এই সময়টাতেই মাথা উচু করে দাঁড়িয়েছে সূর্য। সূর্যের তাপের ঠ্যালায় ঠিকমতো দাঁড়ানো তো দূর বাঁচাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমন সময়ে সবার পাশে আবার জেনজিরা এসে দাঁড়িয়েছে। সূর্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে দেশের জেনজি সমাজ।

এই কর্মসূচির সমন্বয়কের সাথে কথা বলতে চাইলে এক জেনজি সমন্বয়ক আমাদের জানালেন, যে দেশ থেকে স্বৈরাচার বিদায় করতে পেরেছি, সেই দেশে সূর্য আর এমন কী! আমরা ওত সময় নিয়ে মাঠে নামি নাই। আমাদের দাবি দুইটাই, হয় সূর্য পদত্যাগ করবে নাহয় নিজের ত্যাজ কমাবে। আমরা তার জন্য অপশন রেখেছি, সে চাইলেই অপশন এ বা বি যেকোনো একটা বেছে নিতে পারে। ইটস হার চয়েজ। আমরা কারও চয়েজে হস্তক্ষেপ করছি না। কিন্তু, আমাদের দাবি না মানলে, স্বৈরাচারের সাথে যা হয়েছে সূর্যের সাথেও একই জিনিস হবে।

দুপুরের মধ্যে জেনজিদের সাথে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে, জেন-এক্স ও মিলেনিয়ালসও। এদিকে, জেন আলফা এখনও বুঝতেছে না কী করবে, সূর্য আরেকটু তাপ বাড়ালে স্কুল কলেজ বন্ধ হিয়ে যাওয়ার একটা চান্স আগে। ছুটি আগে নাকি আন্দোলন আগে এটাই বুঝে উঠতে পারছেন না তারা।

১০৫ পঠিত ... ১৫:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৪

Top