চারিদিকে অসহ্যকর গরম। ইতিমধ্যেই একদল শাহবাগের দিকে রওয়ানা দিয়েছে, উদ্দেশ্য লং মার্চ টু গরম। বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে শো-রুম, কর্পোরেট অফিস, এজেন্সি এমন জায়গায় বেড়ে গিয়েছে অভার-টাইম। অফিস ছেড়ে কোনোভাবেই বাসায় যেতে রাজি হচ্ছেন না এমপ্লয়িরা। এমনকি, প্রাইভেট ভার্সিটির ছাত্রদেরও বের করা যাচ্ছে না ক্লাস থেকে। এমন আশ্চর্যজনক তথ্যের পাশাপাশি আমাদের হাতে এসে পৌঁছেছে আরও একটি তথ্য। জানা গিয়েছে, অতিরিক্ত গরমে গলে যাচ্ছে ক্রাশের মন; একদিনে প্রেম হওয়ার সম্ভাবনা ৩ হাজার।
রাজধানীর বিভিন্ন এলাকায় দুইদিনের পর্যবেক্ষণের পর আমাদের প্রতিবেদক গবেষণা করে বের করেছেন, আজকের গরমে দেশের প্রায় ৩ হাজার ক্রাশের মন গলে যাবে। গলে গেলে ক্রাশের মন, জমে যাবে প্রেম। সেই সম্ভাবনা থেকেই আজকের দিনে ৩ হাজার প্রেম হওয়ার আশঙ্কা আমাদের। এ ব্যাপারে সদ্য ফেমাস হওয়া এক ইনফ্লুয়েন্সার যাকে অনেকেই ক্রাশ বলেন, তার সাথে কথা বলে আমাদের অভিজ্ঞ টিম। তিনি জানান, এই গরমে সবকিছু গলে যাচ্ছে। গতকাল দেখলাম আমার নতুন মিউজিক ভিডিওর ডিরেক্টরের মনও গলে গেছে। যেখানে আমাকে সাইড রোল দিচ্ছিল সেখানে আমি পাচ্ছি মেইন রোল। সবাই গলে গেলে, আমার মন আর এমন কী! একটু চেষ্টা করলেই গলে যেতে রাজি।
ক্রাশের মন গলার খবর রাতারাতি জানাজানি হলে মাঠে নেমে গিয়েছেন তরুণ সিঙ্গেল সমাজ। জানা গিয়েছে, লং মার্চ টু ক্রাশের মন নামে আরেকটা কর্মসূচিও রাজুর দিকে আগাচ্ছে।